অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অটিজম বিশেষজ্ঞ ডঃ সোনালি মণ্ডল। তিনি অত্যন্ত সহজ ও বোধগম্য ভাষায় অটিজমের বৈশিষ্ট্য, সম্ভাব্য কারণ, প্রাথমিক চিহ্নিতকরণ পদ্ধতি এবং সহানুভূতিশীল সহায়তার কৌশল নিয়ে বিশদ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: জাঙ্ক ফুড খেয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু? খবর শিরোনামে আসতেই ডাক্তার জানালেন আসল কারণ! চাঞ্চল্যকর
advertisement
ডঃ মণ্ডল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের বিভিন্ন মাত্রা সম্পর্কে আলোচনা করেন এবং প্রতিটি স্তরে শিশুদের আলাদা আলাদা চাহিদা কীভাবে বোঝা ও পূরণ করা যায়, সে বিষয়েও আলোকপাত করেন। তাঁর বক্তব্যে অভিভাবক ও শিক্ষকদের জন্য কার্যকর দিকনির্দেশনা উঠে আসে। এই আলোচনাসভায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবক এবং একাধিক সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন ডঃ সোনালি মণ্ডল, যা উপস্থিত সকলের কাছে অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত বক্তা ও অতিথিরা মত প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অটিজম নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করতে সহায়ক হবে। পাশাপাশি, অটিজমে আক্রান্ত শিশুদের সমাজে আরও সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক স্থান করে দিতে এই ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।





