Govinda Love Story: 'ওঁর মতো হও, নিজেকে পাল্টাও', স্ত্রী সুনীতাকে 'প্রেমিকা'র মতো হতে চাপ দিতেন গোবিন্দা! নায়িকাটি কে জানুন

Last Updated:
Govinda Love Story: বলিউডে গোবিন্দা 'গোবিন্দা' হয়ে ওঠার আগেই বিয়ে করে ফেলেছিলেন। এমনকী দর্শকের সামনে প্রায় দু'বছর গোবিন্দা যে বিবাহিত তা জানানো হয়নি।
1/10
বলিউডে গোবিন্দা 'গোবিন্দা' হয়ে ওঠার আগেই বিয়ে করে ফেলেছিলেন। এমনকী দর্শকের সামনে প্রায় দু'বছর গোবিন্দা যে বিবাহিত তা জানানো হয়নি।
বলিউডে গোবিন্দা 'গোবিন্দা' হয়ে ওঠার আগেই বিয়ে করে ফেলেছিলেন। এমনকী দর্শকের সামনে প্রায় দু'বছর গোবিন্দা যে বিবাহিত তা জানানো হয়নি।
advertisement
2/10
সেই সময় বলিউডের এক নম্বর হিরো ছিলেন গোবিন্দা। দর্শক যেন তাঁকে চোখে হারায়।
সেই সময় বলিউডের এক নম্বর হিরো ছিলেন গোবিন্দা। দর্শক যেন তাঁকে চোখে হারায়।
advertisement
3/10
আর বলিপাড়ার এই সুপুরুষ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল অনেক নায়িকার সঙ্গেও।
আর বলিপাড়ার এই সুপুরুষ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল অনেক নায়িকার সঙ্গেও।
advertisement
4/10
যার মধ্যে রয়েছেন রানি মুখোপাধ্যায়, নীলম কোঠারি। বর্তমান সময়েও চর্চায় তাঁর ব্যক্তিজীবন। হামেশাই খবর আসে, সুনীতার সঙ্গে সম্পর্ক তলানিতে। বিয়ে ভাঙার কথাও ভাবছেন তাঁরা।
যার মধ্যে রয়েছেন রানি মুখোপাধ্যায়, নীলম কোঠারি। বর্তমান সময়েও চর্চায় তাঁর ব্যক্তিজীবন। হামেশাই খবর আসে, সুনীতার সঙ্গে সম্পর্ক তলানিতে। বিয়ে ভাঙার কথাও ভাবছেন তাঁরা।
advertisement
5/10
নীলম কোঠারির সঙ্গে নাম জড়িয়েছিল গোবিন্দার। এখানেই শেষ নয়, শোনা যায় যে, নিজের স্ত্রীকে পর্যন্ত চর্চিত প্রেমিকার সঙ্গে তুলনা করেছিলন তিনি।
নীলম কোঠারির সঙ্গে নাম জড়িয়েছিল গোবিন্দার। এখানেই শেষ নয়, শোনা যায় যে, নিজের স্ত্রীকে পর্যন্ত চর্চিত প্রেমিকার সঙ্গে তুলনা করেছিলন তিনি।
advertisement
6/10
১৯৯০ সালের একটি সাক্ষাৎকারে গোবিন্দা তাঁর জীবন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।
১৯৯০ সালের একটি সাক্ষাৎকারে গোবিন্দা তাঁর জীবন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।
advertisement
7/10
সেই সময় গোবিন্দাকে বলতে শোনা যায়, 'আমি ওর (নীলম) প্রশংসা না করে থাকতে পারিনি। বন্ধুদের কাছ থেকে, আপনার পরিবারের কাছ থেকে। এমনকী সুনীতা, যাঁর সঙ্গে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাঁকেও বলতাম নিজেকে পরিবর্তন করতে এবং নীলমের মতো হয়ে উঠতে। আমি ওঁকে বলতাম তাঁর কাছ থেকে শিখতে। আমি খুব নির্মম ছিলাম। সুনীতা বিরক্ত হত।'
সেই সময় গোবিন্দাকে বলতে শোনা যায়, 'আমি ওর (নীলম) প্রশংসা না করে থাকতে পারিনি। বন্ধুদের কাছ থেকে, আপনার পরিবারের কাছ থেকে। এমনকী সুনীতা, যাঁর সঙ্গে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাঁকেও বলতাম নিজেকে পরিবর্তন করতে এবং নীলমের মতো হয়ে উঠতে। আমি ওঁকে বলতাম তাঁর কাছ থেকে শিখতে। আমি খুব নির্মম ছিলাম। সুনীতা বিরক্ত হত।'
advertisement
8/10
গোবিন্দা আরও বলেছিলেন, 'ও আমাকে বলত, আমি যেমন তেমনই আমাকে ভালবাসো। আমাকে পরিবর্তন করার চেষ্টা কোরো না। কিন্তু আমি খুব বিভ্রান্ত ছিলাম। আমি জানতাম না কোনটা ঠিক ছিল।'
গোবিন্দা আরও বলেছিলেন, 'ও আমাকে বলত, আমি যেমন তেমনই আমাকে ভালবাসো। আমাকে পরিবর্তন করার চেষ্টা কোরো না। কিন্তু আমি খুব বিভ্রান্ত ছিলাম। আমি জানতাম না কোনটা ঠিক ছিল।'
advertisement
9/10
গোবিন্দা আরও প্রকাশ করেছিলেন যে, তিনি কখনও সুনীতার সঙ্গে সিরিয়াস সম্পর্কে আসবেন বলে মেলামেশা শুরু করেননি।
গোবিন্দা আরও প্রকাশ করেছিলেন যে, তিনি কখনও সুনীতার সঙ্গে সিরিয়াস সম্পর্কে আসবেন বলে মেলামেশা শুরু করেননি।
advertisement
10/10
নীলমের প্রতি নিজের ভালবাসার কথা বলতে গিয়ে গোবিন্দা বলেছিলেন, 'নীলম এমন এক মহিলা যার প্রতি যে কোনও পুরুষ তার হৃদয় হারাতে পারে। আমিও আমার হৃদয় হারিয়েছিলাম।'
নীলমের প্রতি নিজের ভালবাসার কথা বলতে গিয়ে গোবিন্দা বলেছিলেন, 'নীলম এমন এক মহিলা যার প্রতি যে কোনও পুরুষ তার হৃদয় হারাতে পারে। আমিও আমার হৃদয় হারিয়েছিলাম।'
advertisement
advertisement
advertisement