TRENDING:

Asansol By Election: ভোট না হতেই 'জয়ী'! আসানসোল উপনির্বাচনে বিধান উপাধ্যায়কে আগাম দরাজ শুভেচ্ছা শত্রুঘ্ন সিনহার!

Last Updated:

Asansol By Election: বিধান উপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘আসানসোলের মানুষকে আরও একবার ধন্যবাদ-নমস্কার জানাতে এলাম। বিধান উপাধ্যায়কে আপনারা আগেই নগর নিগমের মেয়র হিসেবে মনোনীত করেছেন, এবার তাঁকে রেকর্ড ভোটে জয়ী করে মেয়র নির্বাচিত করুন।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: আসানসোল বিধানসভার ওয়ার্ডে উপনির্বাচন। সেই ভোটে লড়াই করছেন মেয়র বিধান উপাধ্যায়৷ যদিও এই পুর উপনির্বাচনেও ছাপ্পা-ভয় দেখানোর অভিযোগ আনছে বিজেপি৷ তবে তাদের অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখা গেল উপনির্বাচনের আগেই তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত বলে প্রচার শুরু করে দিয়েছে তারা। তাই প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়কে আগাম শুভেচ্ছা জানালেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।
কী বললেন শত্রুঘ্ন?
কী বললেন শত্রুঘ্ন?
advertisement

জন্মাষ্টমীর সন্ধ্যায় দিল্লি থেকে আসানসোলে পৌঁছন তারকা-সাংসদ। বিধান উপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘আসানসোলের মানুষকে আরও একবার ধন্যবাদ-নমস্কার জানাতে এলাম। বিধান উপাধ্যায়কে আপনারা আগেই নগর নিগমের মেয়র হিসেবে মনোনীত করেছেন, এবার তাঁকে রেকর্ড ভোটে জয়ী করে মেয়র নির্বাচিত করুন।’ যদিও মেয়র যে ওয়ার্ডে লড়াই করছেন। সেই ওয়ার্ডের ভোট নিয়ে অভিযোগ তুলছেন বিরোধীরা৷

advertisement

আরও পড়ুন: আমার সব শেষ...! 'মায়ের খাবার-ওষুধ যোগাচ্ছে কে?' জেলে বসে সঙ্কটের কালো মেঘ অর্পিতার চোখে

রবিবার ভোটের দিন তৃণমূল এবং BJP কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে বলে অভিযোগ। আজই অনুষ্ঠিত হচ্ছে আসানসোল পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায় এবং BJP-র হয়ে ভোটে লড়াই করছেন শ্রীদীপ চক্রবর্তী। এদিন গেরুয়া শিবিরের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে জমায়েত করছে তৃণমূল। এই নিয়েই রাজ্যের শাসক দলের নেতা-কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। এই থেকেই উত্তেজনা ছড়ায় রানিগঞ্জের জেকে নগর এলাকায়।

advertisement

২ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল সমর্থকরা জমায়েত করেছে বলে অভিযোগ তুলে সেখানে পৌঁছয় BJP কর্মীরা। দু'পক্ষের মধ্যে বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। সেখানে উপস্থিত ছিলেন BJP-র দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সভাপতি দিলীপ দে। পুলিশ দু’পক্ষকে থামাতে গেলে উর্দিধারীর সঙ্গে বচসা শুরু হয় BJP নেতাদের, এমনটাই সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: 'মামলা অথবা হামলা...', সৌগতর কটাক্ষে জোরালো 'জবাব' সুকান্তর! তৃণমূল-বিজেপি টক্করে তোলপাড় রাজ্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উপনির্বাচনের এই অশান্তির অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'বিজেপি যেভাবে প্রচার এবং যে পদ্ধতি নিয়েছে, তাতে কীভাবে অশান্তি এড়ানো যাবে? বিজেপি তো চাইছে বাংলাকে অশান্ত করে পিছনের দরজা দিয়ে কিছু করার। বলছে, 'ঝাণ্ডা ছেড়ে ডাণ্ডা ধরো। শুধু অশান্তি করার চেষ্টা ছাড়া বিজেপির কাছে আর কিছু অবশিষ্ট নেই।'

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol By Election: ভোট না হতেই 'জয়ী'! আসানসোল উপনির্বাচনে বিধান উপাধ্যায়কে আগাম দরাজ শুভেচ্ছা শত্রুঘ্ন সিনহার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল