পরিবেশ রক্ষায় এবার সচেতনতার বার্তা ফুটিয়ে তুলতে অভিনব ভাবনা নিয়েছে আসানসোলের এক পুজো কমিটি। পরিবেশকে ভাল রাখতে গেলে আমাদের কী কী করণীয়? বিশেষ করে গাছ কেটে না ফেলে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। গাছকে যত্ন সহকারে বেড়ে ওঠার জন্য সাহায্য করতে হবে। তবেই এই পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে। গাছ কেটে ফেলে দেওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে ইত্যাদি বিষয় নিয়েই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ।
advertisement
পঞ্চগ্রাম কালীপুজো কমিটির উদ্যোক্তা অলোক মিশ্র বলেন, ‘গাছ না কেটে কীভাবে গাছকে রক্ষা করতে হবে, গাছের যত্ন নিতে হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই অভিনব ভাবনা। এবারে আমাদের প্রতিমায় বিরাট একটা চমক থাকছে। দর্শনার্থীরা আসলেই দেখতে পাবেন’।
আসানসোলের নাকটি কন্যাপুর এলাকায় পঞ্চগ্রাম কালীপুজো কমিটি ৩২’তম বর্ষে পদার্পণ করল। আসানসোল শহরের মধ্যে বিগ বাজেটের পুজোর অন্যতম এই পুজো। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ ‘পরিবেশ’। সমগ্র মণ্ডপকে ফুটিয়ে তোলা হচ্ছে বাঁশ, প্লাই, ফোমের বিভিন্ন নকশা করা কাজে। এছাড়াও পাতা, গাছ বিভিন্ন জিনিসপত্র দিয়ে ফুটিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের বার্তা দেওয়া হচ্ছে কীভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব। গাছপালা না কেটে পর্যাপ্ত পরিমাণে কীভাবে গাছ লাগিয়ে এই পরিবেশকে সুরক্ষিত রাখব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাছ কেটে দেওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। তাই যেন সেটি না নেমে আসে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। এই সম্পর্কিত বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজোর মণ্ডপে। এবারে তাদের পুজোর মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে বিরাট একটি চমক যা দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী পুজো কমিটি।