Fraud Alert: সহজ কিস্তিতে বাজিমাতের টোপ! প্রতারকদের ফাঁদে ভুলেও পা দেবেন না, মালদহে সর্বস্বান্ত বহু পরিবার, কী ঘটেছে জানুন

Last Updated:

Fraud Alert: সহজ কিস্তিতে বাড়ি নির্মাণ করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে। মালদহের হবিবপুর ও বামনগোলা গ্রামের প্রায় ১৭-১৮ জন প্রতারণার শিকার। ২০-৩০ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে প্রতারক সংস্থা।  

সহজ কিস্তিতে বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে প্রতারণা
সহজ কিস্তিতে বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে প্রতারণা
মালদহ, সেবক দেবশর্মা: সহজ কিস্তিতে বাড়ি তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষের টাকা লুঠ। বাড়ি নির্মাণ করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যে এই নিয়ে মালদহের হবিবপুর ও বামনগোলা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। দুই গ্রাম মিলিয়ে প্রায় ১৭-১৮ জনের টাকা নিয়ে পলাতক হয়েছে ওই সংস্থা।
পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে মঙ্গলবার দলবেঁধে মালদহের পুলিশ সুপারের দ্বারস্থ হলেন প্রতারিতরা। এই ঘটনায় পুলিশি তদন্তে যেন কোন গাফিলতি না থাকে তা নিশ্চিত করতেই পুলিশ সুপারের অফিসে দেখা করে আবেদন জানান তাঁরা।
আরও পড়ুনঃ ভাঙা হাতে ভুল প্লাস্টার, পচন ধরে…! সারা জীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়ল ৫ বছরের শিশু, শাস্তির মুখে কাকদ্বীপের নার্সিংহোম
আইনজীবী গণেশ সোদানি জানান, গ্রামের সাধারণ মানুষকে সহজ কিস্তিতে বাড়িঘর বানিয়ে দেওয়ার নাম করে একটি কোম্পানি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে। শুধু মালদহ জেলাতেই অন্তত ২০-৩০ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আশেপাশের কয়েকটি রাজ্য থেকে একইভাবে প্রতারণার খবর মিলছে। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ৪-৫ কোটি টাকার প্রতারণার খবর মিলেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  কুয়ো, নলকূপের জলে দুর্গন্ধ! বন্যার পর পানীয় জলের হাহাকার! কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় সরবরাহ
প্রতারিতরা জানান, বাড়ি তৈরির মূল খরচের ২৫ শতাংশ অগ্রিম হিসাবে নিয়ে বাড়ি তৈরি শুরু করে ওই সংস্থা। এলাকার কয়েকজনের বাড়ি তৈরি শুরু হওয়ায় আশ্বস্ত হন আরও অনেকে। ফাঁদে পা দিয়ে টাকা বিনিয়োগ করেন তাঁরাও। এরপর হঠাৎ করেই একদিন উধাও হয়ে যায় ওই কোম্পানি। টাকা ফেরত চাইতে যোগাযোগ করলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি প্রতারিতদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fraud Alert: সহজ কিস্তিতে বাজিমাতের টোপ! প্রতারকদের ফাঁদে ভুলেও পা দেবেন না, মালদহে সর্বস্বান্ত বহু পরিবার, কী ঘটেছে জানুন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement