Alipurduar: কুয়ো, নলকূপের জলে দুর্গন্ধ! বন্যার পর পানীয় জলের হাহাকার! কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় সরবরাহ

Last Updated:

Alipurduar: বন্যার পর পরিশ্রুত পানীয় জলের অভাব দেখা দিয়েছে আলিপুরদুয়ারের গ্রামে গ্রামে। কুয়ো, নলকূপের জলে ডলোমাইট মিশে থাকায় জল পান যোগ্য নেই। তাই বন্যা কবলিত এলাকায় পানীয় জলের অভাব ঘোচাতে প্রতিদিন দু'বেলা করে পানীয় জল সরবরাহ করছে পিএইচই।

আলিপুরদুয়ারের বন্যা কবলিত এলাকায় জল সরবরাহ করছে পিএইচই
আলিপুরদুয়ারের বন্যা কবলিত এলাকায় জল সরবরাহ করছে পিএইচই
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বন্যা কবলিত এলাকায় পানীয় জলের ঘাটতি। কুয়ো, নলকূপের জলে দুর্গন্ধ। পরিশ্রুত পানীয় জলের অভাব দেখা গিয়েছে আলিপুরদুয়ারের গ্রামে গ্রামে। কুয়ো, নলকূপের জলে ডলোমাইট মিশে থাকায় পানীয় জলের হাহাকার। তাই বন্যা কবলিত এলাকায় পানীয় জলের অভাব ঘোচাতে দারুণ পদক্ষেপ নিল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। প্রতিদিন দু’বেলা করে পানীয় জল সরবরাহ করছে পিএইচই। রাজ্য সরকারের তরফে পানীয় জল পেয়ে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা।
আলিপুরদুয়ারের শালকুমার এলাকায় পানীয় জল সরবরাহ করছে পিএইচই (জনস্বাস্থ্য ও কারিগরি দফতর)। ট্রাকে করে ট্যাঙ্ক বোঝাই পানীয় জল এমনকি জলের পাউচও বিলি করা হচ্ছে গ্রামবাসীদের।বালতি, গামলা যে যা পারছে তাতে করেই জল সংগ্রহ করে রাখছেন।
advertisement
advertisement
পানীয় জল পেয়ে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা
পানীয় জল পেয়ে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা
আলিপুরদুয়ার মহকুমা শাসক দেবব্রত রায় জানান, ৪ ফুট, ৮ ফুট করে পলিমাটি টিউবওয়েলের উপর চাপা পড়েছে। বন্যার নোংরা জল ঢুকে গিয়েছে কুয়ো এবং টিউবওয়েলে। পান যোগ্য নেই। যার জন্য পিএইচই দফতরের তরফে জল সরবরাহ করা হচ্ছে। পঞ্চায়েত থেকেও জল দেওয়া হয়েছে। টিউবওয়েলগুলো পরিষ্কার করে ব্লিচিং দিয়ে জীবাণু করা হচ্ছে যাতে জল ব্যবহার করা যায়।
advertisement
জানা গিয়েছে, বন্যার পর উত্তরবঙ্গে ৪৫০০ কিলোলিটার জল বিলি করা হয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষ জলের পাউচ বিলি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar: কুয়ো, নলকূপের জলে দুর্গন্ধ! বন্যার পর পানীয় জলের হাহাকার! কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় সরবরাহ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement