TRENDING:

Bangla News: কোথায় মেলে বাংলার সেরা খেজুর গুড়? শীত পড়তেই চাহিদা তুঙ্গে, প্রস্তুতিতে মগ্ন শিউলিরা

Last Updated:

Bangla News: শীতের দিনে খেজুর গুড়ের টানে ভিন রাজ্যে পাড়ি দেয় শিউলিরা , জানেন কী ভাবে কাটে তাদের শীতের দিন গুলি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: শীত মানেই খেজুর গুড়ের সম্ভার। শীত পড়তে না পড়তেই শিউলিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছুটে যান গুড় তৈরি করতে। তারা সারাটা বছর অন্যান্য জীবিকা নিয়ে বেঁচে থাকলেও অগ্ৰহায়ণ থেকে পৌষ মাস পর্যন্ত এদের খোঁজ থাকে খেজুর গাছের দিকে।‌ ঘরবাড়ি, পরিবার ছেড়ে তারা বিভিন্ন জায়গায় অস্থায়ী ঠিকানা তৈরি করে। সেখানেই তারা খেজুরের গুড় তৈরি করেন।‌
advertisement

গুড় তৈরি করার জন্য সংগ্রহ করতে হয় খেজুরের রস তাই আগের দিন গাছে হাঁড়ি বেঁধে রাখেন শিউলিরা। পরের দিন কাক ভোরে উঠে খেজুর গাছ থেকে সেই রস সংগ্রহ করে তারপর আগুনের ধিমে আঁচে সেই রস ফুটিয়ে সুস্বাদু খেজুরের গুড় প্রস্তুত করেন শিউলিরা। শীতকালে শিউলিরা রাজ্যের বিভিন্ন জেলায় যান গুড় প্রস্তুত করতে। ‌পুরুলিয়া জেলাতেও শিউলিরা এসেছে সুস্বাদু খেজুরের গুড় তৈরি করতে।

advertisement

আরও পড়ুনঃ খালি পেটেই কেন সুগার টেস্ট? খাওয়ার পরে ফের কেন রক্ত নেওয়া হয়? ৯৯% মানুষই উত্তর দিতে পারেননি

বাঁকুড়া জেলার ইন্দপুর থানার অন্তর্গত সাতসইরা গোড়াবাড়ি থেকে শিউলিরা হাজির হয়েছে পুরুলিয়ার বরাবাজারে। তারা আসায় খুশি বরাবাজার শহরের বাসিন্দারা। শীতের এই সময়টাতেই টাটকা এবং সুস্বাদু খেজুরের গুড় হাতের নাগালে পাওয়া যায়। শুধুমাত্র খেজুরের গুড় নয় পাশাপাশি সুস্বাদু টাটকা পাটালিও পাওয়া যায় শিউলিদের কাছ থেকে।

advertisement

View More

এ প্রসঙ্গে এক শিউলি জানান, ৪-৫ বছর ধরে তিনি গুড় তৈরির কাজ করছেন। বছরের অন্যান্য সময় অন্যান্য কাজ করে থাকলেও এই শীতের সময় গুড় তৈরির কাজ করেন তারা। এতে মুনাফাও যথেষ্ট ভাল হয়। পাইকারি দরে খেজুর গুড়ের দাম ৬০-৭০ টাকা কেজি বিক্রি হয়।

advertisement

কম পরিমাণে নিলে প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করে থাকেন। শীতের দিনে যখন সকলে গরম পোশাক পড়ে, লেপ-কম্বল মুড়ি দিয়ে সুখের নিদ্রায় মগ্ন থাকেন। সেই সময় পেটের তাগিদে ভিনজেলায় তারা আস্তানা গড়েন।খড়ের ছাউনি বিছিয়ে কোনও রকমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তারা। আর তাদের এই প্রচেষ্টাতেই তৈরি হয় ভোজন প্রিয় মানুষদের জন্য সুস্বাদু খেজুর গুড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কোথায় মেলে বাংলার সেরা খেজুর গুড়? শীত পড়তেই চাহিদা তুঙ্গে, প্রস্তুতিতে মগ্ন শিউলিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল