দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার পেয়ে নাম উজ্জ্বল করল পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার। জানা যায়, দীর্ঘ ১১ বছরের নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ \’রাষ্ট্রপতি স্কাউট পুরস্কারে\’ ভূষিত হয়েছে পুরুলিয়ার রেলশহর আদ্রার সুভাষনগর এলাকার বাসিন্দা কোনিন্দ্র নাথ বর্মার ছোট ছেলে অরুন কুমার বর্মা।
আরও পড়ুন: শিক্ষক যখন ভক্ষক, ক্লাসের মধ্যেই কন্যাসম ছাত্রীদের সঙ্গে যা করলেন ‘স্যার’
advertisement
জানা যায়, ২০২১ সালের স্কাউট সেকসেনে রাষ্ট্রপতি পুরস্কারের পরীক্ষা হয় কলকাতায়। পরীক্ষায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা। আর সেই পরীক্ষায় এবার ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরুলিয়া জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করল অরুন।
মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন: শিক্ষক যখন ভক্ষক, ক্লাসের মধ্যেই কন্যাসম ছাত্রীদের সঙ্গে যা করলেন ‘স্যার’
সেখান থেকে আদ্রার সুভাষনগরের বাড়িতে ফিরতেই পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কো-মেন্টর জয় ব্যানার্জী অরুণকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।





