আরও পড়ুন: কালীপুজোর মেলায় কোটি টাকার বিকিকিনি!
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার মাওয়ার বাসিন্দা শুভজিৎ। বর্তমান একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে। ছোট থেকেই তার ছবি আঁকায় আগ্রহ। শুধু রং তুলিতে ছবি আঁকা নয়, চারকোল, গ্লাস পেন্টিং এমনকি টেরাকোটার কাজে দক্ষ হয়ে উঠেছে এই পড়ুয়া। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও সম্মান কুড়িয়েছে নবম শ্রেণির এই ছাত্র। ৬ বছর বয়স থেকে ছবি আঁকার তালিম নেওয়া শুরু করে শুভজিৎ।
advertisement
বিদ্যালয়ের চাপ সামলে যখনই সময় পায় বসে পড়ে রং তুলি দিয়ে। সাদা ক্যানভাসে রঙিন তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে অনন্য সব শিল্পকর্ম। শুভজিতের বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। জয়েন্ট ফ্যামিলিতে বসবাসকার। তবে পরিবারে বেশি সদস্য থাকা তার পড়াশোনার পাশাপাশি শিল্পকর্মে বাধা সৃষ্টি করেনি। সবকিছুতেই সে পাশে পায় মা’কে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সম্মানিত এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে শুভজিৎ। ছবি আঁকার পাশাপাশি ফুটবল খেলা এবং শরীরচর্চা পছন্দ করে সে। তবে আগামীতে চায় ছবি আঁকা নিয়ে পড়াশুনা করতে। আঁকা ছবি পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে সে। ছেলের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা’ও।
রঞ্জন চন্দ