জেলার এক পুজো মণ্ডপে শোভা বাড়ানোর পাশাপাশি, দেবী দুর্গার এই প্রতিমা দেখলে আপনিও অবাক হবেন। বাঁশ দিয়ে শিল্প নিপুণতায় সাজিয়ে তোলা হয়েছে দেবী মহামায়া সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতীকে। বাঁশের কাঠামো নয় প্রতিমার মুখ থেকে গয়না এমনকি শাড়িও বাঁশ দিয়ে বিভিন্নভাবে তৈরি করেছেন শিল্পী। প্রতিমা শিল্পী বাবা এবং ছেলে মিলে বেশ কয়েক মাসের চেষ্টায় একাধিক থিমের দুর্গার প্রতিমা তৈরি করেছেন। শুধু তাই নয়, আইসক্রিম খাওয়ার কাঠি দিয়েও তৈরি করেছেন দেবী দুর্গার মৃন্ময়ী প্রতিমা। আর এই প্রতিমা শিল্পের উপর ভর করেই সংসার ও জীবিকা নির্বাহ উভয়ের। ছোটবেলা থেকেই প্রথাগত তালিম ছাড়াই প্রতিমা তৈরি, ধীরে ধীরে এই শিল্পকেই নিজের পেশায় পরিণত করেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই ব্লকের একারকি গ্রামের বাসিন্দা পবন দে এবং পবিত্র দে।
advertisement
প্রতিবছর বেশ কয়েকটি প্রতিমা তৈরির বরাত পান শিল্পী। বাবা এবং ছেলে মিলে সাজ সজ্জার গয়না থেকে থিমের মূর্তি তৈরি করেন তাঁরা। শুধু তাই নয় প্রতিবছর থাকে বিভিন্ন চমক। এবারে বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি করেছেন এই প্রতিমা। প্রতিমার অলংকরণও বাঁশ কেটে। এছাড়াও আইসক্রিম কাঠি দিয়ে অপর এক প্রতিমা তৈরি করেছেন তিনি। বিশেষ এক চকচকে সুতো মালাইকট সুতো দিয়েও এক প্রতিমা তৈরি করেছেন শিল্পী। বাস্তব অভিজ্ঞতা দিয়ে এবং নিজের শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে এই শিল্পকর্ম দু-জনের।
আরও পড়ুন– দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ইতিমধ্যেই তাদের হাতে তৈরি এই প্রতিমা প্রশংসিত হয়েছে বিভিন্ন জায়গায়। তবে, সারা বছর ধরেই দেবী দুর্গার প্রস্তুতির জন্য ব্যস্ত থাকতে হয় তাদের। শিল্পীর এই শিল্পসত্ত্বা এবং অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।