Accident: মহালয়ার রাতেই ভয়াবহ দুর্ঘটনা! ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল বেকাবু গাড়ি, পিষে দিল পরপর... মৃত ২, আহত বহু
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Panskura Accident: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা! পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেচোগ্রামে মেলা চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বেকাবু ট্রেলার। পিষে দিল কয়েকজনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। আহত ১০ এর বেশি।
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা! আর এই দুর্ঘটনায় মারা গেলেন দু’জন। দেবীপক্ষের সূচনাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেচোগ্রামে। জাতীয় সড়কের পাশে চলা মেলার মধ্যে ঢুকে পড়ল ট্রেলার। নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ল বেকাবু ট্রেলারটি। পিষে দিল বেশ কয়েকজনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত ১০ এর বেশি। এই দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা যায়, মৃত দু’জনের মধ্যে একজন মেলা কমিটিরই কর্তা। দেবীপক্ষের সূচনা লগ্নে এই ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক সৃষ্টি করেছে পাঁশকুড়া এলাকাবাসীর মধ্যে।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসেছিল মেলা। বহু দিনের পুরানো এই মেলা প্রায় আট দিন ধরে চলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার তখন মধ্যরাত, মেলা চলাকালীন হঠাৎ একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে। সামনে থাকা বেশ কয়েকজনকে পিষে দেয়। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১০ এর বেশি।
advertisement
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনাতেই শহরে বিপত্তি! ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার, চরম দুর্ভোগ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়।
advertisement
এই দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা সংক্রান্ত কোনো অসুবিধা যাতে না হয় তা খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে যান পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায় সহ অন্যান্যরা। তিনি জানান, ‘পাঁশকুড়ার মেচোগ্রাম মোড়ের অদূরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মাপুজোর মেলা চলছিল। জাতীয় সড়কে কলকাতাগামী ট্রাভেলার গাড়ির পেছনে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রেলার। যার ফলে ট্রাভেলার গাড়িটি পাল্টি খায়। ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে। মেলা চলার জন্য ওই এলাকায় প্রচুর জনসমাগম ছিল, এই দুর্ঘটনায় ২ জন মারা যান। প্রায় ১০ জন আহত। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা থাকায় ৫ জনকে ইতিমধ্যেই তমলুক ও কলকাতায় রেফার করা হয়েছে’।
advertisement
আরও পড়ুনঃ গভীর সমুদ্রে বিপদ! হঠাৎ সামুদ্রিক ঝড়, হু হু করে ঢুকছে জল! মাছ ধরতে গিয়ে মৃত্যুর মুখে মৎস্যজীবীর দল, শেষে যা ঘটল
পাঁশকুড়া পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাঁশকুড়া পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে একজন মেলা কমিটির সম্পাদক বিজয় বেরা। অন্যজন হাওড়া শ্যামপুর থেকে মেলা দেখতে আসা রিয়া জানা। বয়স ৩০। এর পাশাপাশি আরও জানা যায়, মৃত রিয়া জানার পরিবারের বেশ কিছু সদস্য আহত হয়েছেন। মেলায় ডিউটি করা সিভিক ভলান্টিয়ার ও এক পুলিশ কর্মী আহত হয়েছেন। সব মিলিয়ে মধ্যরাতের এই ভয়াবহ দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 11:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: মহালয়ার রাতেই ভয়াবহ দুর্ঘটনা! ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল বেকাবু গাড়ি, পিষে দিল পরপর... মৃত ২, আহত বহু