দেবীপক্ষের সূচনাতেই শহরে বিপত্তি! ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার, চরম দুর্ভোগ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Height Bar Collapsed: তারাতলা উড়ালপুলের হাইটবার ভেঙে বিপত্তি! সপ্তাহের প্রথম দিনেই চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। হাইটবার ভেঙে পড়ায় তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়েছে।
তারাতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: তারাতলা উড়ালপুলের হাইটবার ভেঙে বিপত্তি! সপ্তাহের প্রথম দিনেই চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ডায়মন্ড হারবার থেকে খিদিরপুরের দিকে যাওয়া গাড়িগুলি উঠতে পারছে না তারাতলা উড়ালপুলে।
এই হাইটবার ভেঙে পড়ায় তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, হাইটবারটি নতুন বসানো হয়েছিল। সোমবার ভোররাতে একটি পণ্যবাহী গাড়ি ওই হাইটবারে ধাক্কা মারে। হাইটবার ইন্ডিকেশন এবং পর্যাপ্ত আলোর অভাবে নতুন হাইটবারটি বুঝতে পারেনি পণ্যবাহীর গাড়ির চালক। গাড়ির ধাক্কায় হাইটবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনঃ গভীর সমুদ্রে বিপদ! হঠাৎ সামুদ্রিক ঝড়, হু হু করে ঢুকছে জল! মাছ ধরতে গিয়ে মৃত্যুর মুখে মৎস্যজীবীর দল, শেষে যা ঘটল
বর্তমানে সমস্ত গাড়ি তারাতলা মোড়ের দিকে পাস করানো হচ্ছে। ঘটনাস্থলে আনা হয়েছে ক্রেন। তবে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট রাস্তা না খোলা পর্যন্ত যানজট উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে, ভোগান্তির শিকার হচ্ছেষ নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম দিনেই এই ঘটনা ঘটায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনায় কদম্বগাছিতে একি হচ্ছে! কাস্তে, হাঁসুয়া নিয়ে জঙ্গলে…! এ কেমন উৎসব? কী এর উদ্দেশ্য?
ডায়মন্ড হারবারের দিক থেকে যে সমস্ত গাড়ি যায় সেগুলি বেশি সমস্যায় পড়েছেন। গাড়ির গতি ধীর হয়ে গিয়েছে এই রোডে। হাইটবারটির কী ব্যবস্থা করা যায় সেই দিকটি দেখছে প্রশাসন। যান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
advertisement
দুর্ঘটনার সময় চালক কী অবস্থায় ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাইটবারটি সম্প্রতি তৈরি করা হয়েছিল। ৩.১৫ মিটার উচ্চতা যুক্ত এই হাইটবার ভাঙায় সমস্যা ক্রমশ বাড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 10:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেবীপক্ষের সূচনাতেই শহরে বিপত্তি! ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার, চরম দুর্ভোগ