দেবীপক্ষের সূচনায় কদম্বগাছিতে একি হচ্ছে! কাস্তে, হাঁসুয়া নিয়ে জঙ্গলে...! এ কেমন উৎসব? কী এর উদ্দেশ্য?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Special Ritual on Mahalaya: দেবীপক্ষের সূচনায় উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে পালন করা হল 'নষ্ট চন্দন' উৎসব। জানেন কী এই উৎসব! কেন পালন করা হয়? এই উৎসবের পিছনে রয়েছে বড় উদ্দেশ্য। জানুন বিস্তারিত...
কদম্বগাছি, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দেবীপক্ষের সূচনায় উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে পালন করা হল ‘নষ্ট চন্দন’ উৎসব। জানেন কী এই উৎসব! কেন পালন করা হয়?
মহালয়ার সকালে ভক্তি আর সংস্কৃতির মিশ্রণে রীতিমতো উৎসবে মাতল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকা। ভোররাতে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠে বিভোর গোটা গ্রাম, তখনই একদল নারী-পুরুষ হাতে কাস্তে, হাঁসুয়া, দা, বটি নিয়ে বেরিয়ে পড়লেন এই অনন্য আচার পালনে। এদিন পালিত হল ঐতিহ্যবাহী ‘নষ্ট চন্দন’ উৎসব।
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনা লগ্নে দিঘা-মান্দারমনিতে জনজোয়ার! হোটেল বুকিং ফুল, বিচের ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশবাহিনী
পরিবারের মঙ্গল ও সমাজকল্যাণের উদ্দেশ্যে ভক্তরা নির্বিচারে গ্রামের কলা গাছ, কচু, পেঁপে, লাউ ও কুমড়ো গাছ-সহ অন্যান্য আগাছে কেটে দেন। তবে এই উৎসবের বিশেষ দিক হল – কাটা ফল, সবজি বা গাছের কোন কিছুই তাঁরা বাড়ি নিয়ে যান না। সবই পড়ে থাকে মাঠে বা বাগানে।
advertisement
advertisement

কদম্বগাছিতে মহালয়ার দিন পালিত হল নষ্ট চন্দন উৎসব
আরও পড়ুনঃ গভীর সমুদ্রে বিপদ! হঠাৎ সামুদ্রিক ঝড়, হু হু করে ঢুকছে জল! মাছ ধরতে গিয়ে মৃত্যুর মুখে মৎস্যজীবীর দল, শেষে যা ঘটল
স্থানীয়দের মতে, মূলত বাংলাদেশ থেকে আসা এই ধর্মীয় প্রথার উদ্দেশ, মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি প্রার্থনা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাতেই এই আচার পালিত হয়। অনেক ভক্তের বিশ্বাস, এদিন দেবী দুর্গা চামুণ্ডারূপে অসুর নিধন করেছিলেন। প্রতীকীভাবে গাছকে অসুর রূপে ধ্বংস করার মাধ্যমে সংসার ও সমাজে শান্তি ফিরে আসে। সকাল বেলায় তাই কদম্বগাছি গ্রামজুড়ে চলে গাছ কাটার ধুম, মন্ত্রোচ্চারণ। মহালয়ার আবহে যেন অন্য চেহারা নেয় গোটা এলাকা। যদিও বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা এটি আগাছা দমনের একটা আচার। কারণ বর্ষার সময় প্রচুর আগাছা জন্মায় সেই আগাছা টাকে কেটে ফেলাই হচ্ছে রীতি। গ্রামবাসীদের কথায়, তাই বিশেষ মঙ্গল কামনাতেই করা হয় এই কাজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 9:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেবীপক্ষের সূচনায় কদম্বগাছিতে একি হচ্ছে! কাস্তে, হাঁসুয়া নিয়ে জঙ্গলে...! এ কেমন উৎসব? কী এর উদ্দেশ্য?