Durga Puja 2025: মালদহে প্রাসাদোপম ডাকঘর! দেখা যাবে হারিয়ে যাওয়া রানারদের কাহিনী, নজরকাড়া থিমে মেগা হিট 'এই' পুজো

Last Updated:

Durga Puja 2025: ডিজিটাল যুগে বিশ্বের সমস্ত প্রযুক্তির ব্যবহার হাতের মুঠোয় চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে এবার প্রাচীন বার্তাবহন ব্যবস্থাকে পুজো মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে মালদহ শহরের শিবাজী সংঘ ক্লাব

+
মালদহের

মালদহের শিবাজী সংঘ ক্লাবের থিম 'ডাকঘর'

মালদহ, জিএম মোমিনঃ এক ঝলক দেখে মনে হবে যেন রাজকীয় প্রাসাদ! তবে কোনও রাজা বা জমিদারের কাহিনী নয়, মালদহ শহরের এই বিগ বাজেটের থিম বার্তা বাহকদের বার্তা দেবে। সুবিশাল রাজকীয় প্রাসাদের মতো এই থিমে প্রাচীন যুগের সাধারণ ডাক পরিষেবার রানারদের কাহিনী ছবি ফুটে উঠবে।
ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির ফলে বদলেছে একাধিক ব্যবস্থা। বিশ্বের সমস্ত প্রযুক্তির ব্যবহার হাতের মুঠোয় চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে এবার প্রাচীন বার্তাবহন ব্যবস্থাকে পুজো মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে মালদহ শহরের শিবাজী সংঘ ক্লাব। ৪৯ তম বর্ষে এই পুজোর থিম ‘ডাকঘর’।
আরও পড়ুনঃ নজরকাড়া থিম, চোখধাঁধানো মণ্ডপসজ্জা! দাসপুরের ‘এই’ পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এখন থেকেই প্যান্ডেলে ভিড়
পুরনো ডাকঘর ব্যবস্থায় কীভাবে ডাক কর্মীরা কাজ করতেন, বর্তমানে বিলুপ্তপ্রায় ডাক পরিষেবায় কর্মরত রানারদের কাজ কী ছিল, আগেকার দিনে সেই কাজ কতটা কঠিন ছিল, ডাকঘরের সেইসকল কার্যক্রমকে এই থিমের মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
ক্লাব সম্পাদক বাপি দে জানান, “বর্তমানে যে কোনও চিঠি ও বার্তা আদানপ্রদান ব্যবস্থা সহজ হলেও, আগেকার দিনে এই ব্যবস্থা কেমন ছিল? কতখানি পরিশ্রমের পর একটি চিঠি ও বার্তা আরেকজনের কাছে পৌঁছত, ডাক-কাজে নিযুক্ত রানারদের সেই সমস্ত জীবনযাত্রার কাহিনী এই ডাকঘর থিমের মাধ্যমে দেখানো হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে অফিস থেকে বাড়িঘর, সর্বত্র আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষ আসক্ত। কথোপকথন থেকে বার্তা প্রেরণ, সমস্ত কিছুই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে প্রাচীন ডাক ব্যবস্থা কাহিনীর এই থিম নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: মালদহে প্রাসাদোপম ডাকঘর! দেখা যাবে হারিয়ে যাওয়া রানারদের কাহিনী, নজরকাড়া থিমে মেগা হিট 'এই' পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement