ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির ফলে বদলেছে একাধিক ব্যবস্থা। বিশ্বের সমস্ত প্রযুক্তির ব্যবহার হাতের মুঠোয় চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে এবার প্রাচীন বার্তাবহন ব্যবস্থাকে পুজো মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে মালদহ শহরের শিবাজী সংঘ ক্লাব। ৪৯ তম বর্ষে এই পুজোর থিম ‘ডাকঘর’।
advertisement
পুরনো ডাকঘর ব্যবস্থায় কীভাবে ডাক কর্মীরা কাজ করতেন, বর্তমানে বিলুপ্তপ্রায় ডাক পরিষেবায় কর্মরত রানারদের কাজ কী ছিল, আগেকার দিনে সেই কাজ কতটা কঠিন ছিল, ডাকঘরের সেইসকল কার্যক্রমকে এই থিমের মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
ক্লাব সম্পাদক বাপি দে জানান, “বর্তমানে যে কোনও চিঠি ও বার্তা আদানপ্রদান ব্যবস্থা সহজ হলেও, আগেকার দিনে এই ব্যবস্থা কেমন ছিল? কতখানি পরিশ্রমের পর একটি চিঠি ও বার্তা আরেকজনের কাছে পৌঁছত, ডাক-কাজে নিযুক্ত রানারদের সেই সমস্ত জীবনযাত্রার কাহিনী এই ডাকঘর থিমের মাধ্যমে দেখানো হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে অফিস থেকে বাড়িঘর, সর্বত্র আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষ আসক্ত। কথোপকথন থেকে বার্তা প্রেরণ, সমস্ত কিছুই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে প্রাচীন ডাক ব্যবস্থা কাহিনীর এই থিম নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।