নজরকাড়া থিম, চোখধাঁধানো মণ্ডপসজ্জা! দাসপুরের 'এই' পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এখন থেকেই প্যান্ডেলে ভিড়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Durga Puja Inauguration: এই দুর্গোৎসব চলতি বছর ২২তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে পরিচিত দাসপুরের সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব
advertisement
1/6

আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। সেই সঙ্গেই রাজ্যের বেশ কিছু পুজোর উদ্বোধনও সম্পন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেছেন। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
2/6
এই বছর দাসপুরের এই পুজোর থিম 'করি যন্ত্রের বন্দনা, তবু যন্ত্রতেই যন্ত্রণা'। আধুনিক সমাজ ও প্রযুক্তির ব্যবহার কেন্দ্র করে এই থিমের মাধ্যমে গভীর বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
advertisement
3/6
এই দুর্গোৎসব চলতি বছর ২২তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবেই পরিচিত সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব।
advertisement
4/6
পুজো কমিটির অন্যতম সদস্য শংকর চক্রবর্তী বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই নজরকাড়া থিমে মণ্ডপ সাজানো হয়।”
advertisement
5/6
প্রতি বছরের মতো এবারও পুজোর দিনগুলিতে চোখে পড়ার মতো ভিড় হচ্ছে। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ থিম ও প্রতিমা উপভোগ করতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন।
advertisement
6/6
সোনাখালি স্কুলপাড়ার দুর্গোৎসব এখন শুধু স্থানীয়দের নয়, সমগ্র ঘাটাল মহকুমা ও আশেপাশের এলাকার দর্শনার্থীদের কাছেও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নজরকাড়া থিম, চোখধাঁধানো মণ্ডপসজ্জা! দাসপুরের 'এই' পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এখন থেকেই প্যান্ডেলে ভিড়