জানা গিয়েছে ইতিমধ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি হয়েছে। কাজের গুণগত মানের নিরিখে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেড একেবারে প্রথম সারির সংস্থা।
advertisement
এই চুক্তির ফলে জাহাজের নকশার আরও উন্নতি হবে। এই সংস্থার মাধ্যমে নৌবাহিনীর জাহাজগুলির নকশা-সহ একাধিক ক্ষেত্রে আরও উন্নতি হবে। সব থেকে বড় কথা যুগ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ নির্মাণে নতুন সংস্থাগুলি কাজে লাগাবে এআই প্রযুক্তিকে। জাহাজের বহিরাংশে রঙ করবে রোবট। এর ফলে নিখুঁত এবং দ্রুত কাজ হবে বন্দরে।
এই কাজের সময় জাহাজগুলির নিরাপত্তার দিকটিতেও বিশেষ নজর দেওয়া হবে। এই চুক্তির ফলে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের যে আরও উন্নতি হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
“আত্মনির্ভর ভারতে” গড়ার যে স্বপ্ন দেখাচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স তা দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদেশের দিকে না তাকিয়ে জাহাজ নির্মাণ প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতেই GAINS ২০২৪ শুরু করেছিল গার্ডেনরিচ। মূল উদ্দেশ্য হল, গোটা দেশের একাধিক ছোট এবং নতুন সংস্থাকে জাহাজ নির্মাণে উৎসাহ দেওয়া। এই কাজের ফলে সেগুলি আরও ত্বরান্বিত হবে। এই কাজ শুরু হলে গার্ডেনরিচের চেনা ছবি অনেকটাই বদলে যাবে। কাজ হবে আরও সুন্দর ও নিখুঁত। সময় বাঁচবে অনেকটাই।