কাস্টমার কেয়ার সেন্টারের আড়ালে দুষ্কৃতী কর্ম! দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হানা দিতেই ধরা পড়ল খোদ মালিক

Last Updated:

Fake Aadhaar Card: গ্রেফতারির পর ধৃতের সঙ্গে তার কাস্টমার কেয়ার সেন্টারে হানা দেয় এসটিএফ ও দিল্লি পুলিশ। সেখানে একাধিক আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ও ভোটার কার্ড উদ্ধার করেছে যৌথ বাহিনী।

দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হানা ফালাকাটার হাটখোলায়
দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হানা ফালাকাটার হাটখোলায়
ফালাকাটা, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: এসটিএফ ও দিল্লি পুলিশের যৌথ অভিযান ফালাকাটার হাটখোলায়। সন্ধান মিলেছে জাল আধার চক্রের। গ্রেফতার টোটোন বনিক নামে এক যুবক। ফালাকাটা হাটখোলায় একটি কাস্টমার কেয়ার সেন্টার চালাতেন ধৃত টোটোন। টোটোনকে গ্রেফতার করে ট্রাঞ্জিট রিমান্ডে নিচ্ছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন: সন্ধ্যা হলেই ওপার বাংলার দুষ্কৃতীদের কুকর্ম ‘এই’ এলাকায়! এবার সব ঘুচবে, সীমান্ত পেরিয়ে আর ঢুকতে পারবে না এপারে
জানা গিয়েছে, আলিপুরদুয়ার আদালত ওই যুবককে ৭ সেপ্টেম্বরের মধ্যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলার নির্দেশ দিয়েছে। ফালাকাটা আশুতোষ পল্লীর বাসিন্দা ওই যুবক। এদিন বাড়ি থেকেই গ্রেফতার হন টোটোন। গ্রেফতারির পর ধৃতের সঙ্গে তার কাস্টমার কেয়ার সেন্টারে হানা দেয় এসটিএফ ও দিল্লি পুলিশ। সেখান থেকে একাধিক আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ও ভোটার কার্ড উদ্ধার করেছে যৌথ বাহিনী। ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই কাস্টমার কেয়ার সেন্টারের আড়ালেই দু’নম্বরি কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত।
advertisement
আরও পড়ুন: সর্বনাশ! রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড! দমকলের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেল গোটা গ্রাম
আরও জানা গিয়েছে, সম্প্রতি দিল্লিতে একাধিক ভুয়ো আধার কার্ড উদ্ধার করেছে দিল্লি পুলিশ। সেই সব আধার কার্ডের লিঙ্ক ধরে ফালাকাটার হাটখোলার কাস্টমার কেয়ার সেন্টারের মালিক টোটোন বনিকের সন্ধান পায় পুলিশ। এরপরেই ফালাকাটার হাটখোলায় হানা দেয় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় টোটোন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাস্টমার কেয়ার সেন্টারের আড়ালে দুষ্কৃতী কর্ম! দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হানা দিতেই ধরা পড়ল খোদ মালিক
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement