TRENDING:

Arpita Mukherjee Arrest: বাড়িতে উদ্ধার ২১ কোটি, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেন না অর্পিতা!

Last Updated:

আবাসিকরা জানাচ্ছেন, ঘন ঘন না হলেও মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন অর্পিতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অরুণ ঘোষ, বেলঘড়িয়া: তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি টাকা৷ যা নিয়ে গোটা রাজ্য তো বটেই, দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে৷ অথচ যাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায় ছ' মাসেরও বেশি সময় ধরে নিজের দু'টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ বাবদ খরচ মেটাননি৷ যার পরিমাণ প্রায় কুড়ি হাজার টাকা৷
রথতলার এই আবাসনেই জোড়া ফ্ল্যাট রয়েছে অর্পিতার৷
রথতলার এই আবাসনেই জোড়া ফ্ল্যাট রয়েছে অর্পিতার৷
advertisement

উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়ায় অর্পিতার পৈতৃক বাড়ি রয়েছে৷ বেলঘড়িয়ার রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে দু' টি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে অর্পিতার৷ যার মধ্যে একটি ফ্ল্যাট ১৭০০ বর্গফুট মাপের, অন্যটির আয়তন ১৫০০ বর্গফুটের কাছাকাছি৷

আরও পড়ুন: পার্থর ২ দিনের ইডি হেফাজত, নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ দিল আদালত

advertisement

ওই আবাসনের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অঙ্কিত চিরোরিয়ার অবশ্য দাবি, দীর্ঘদিন ধরেই আবাসনের রক্ষণাবেক্ষণ বাবদ ফ্ল্যাট মালিকদের থেকে যে টাকা নেওয়া হয়, তা মেটাচ্ছেন না অর্পিতা৷ জানুয়ারি মাস থেকেই অর্পিতা এই টাকা মেটাননি বলে দাবি৷ জমতে জমতে বকেয়ার পরিমাণ ২০ হাজার টাকায় পৌঁছেছে৷ এর মধ্যে একটি ফ্ল্যাটের জন্য বকেয়া ১১ হাজার টাকা, অন্যটির রক্ষণাবেক্ষণের খরচ বাবদ বাকি রয়েছে ৯ হাজার টাকা৷ আবাসনের নিয়ম মেনে অর্পিতার দু'টি ফ্ল্যাটের দরজায় বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য নোটিসও লাগানো হয়েছে৷

advertisement

আরও পড়ুন: পৌঁছল রিজার্ভ ব্যাঙ্কের ট্রাক! রাত গড়িয়ে দুপুর, শেষ হচ্ছে না টাকা গোনা

আবাসিকরা জানাচ্ছেন, ঘন ঘন না হলেও মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন অর্পিতা৷ তবে আবাসিকদের অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ম বহির্ভূত ভাবে গেস্ট হাউজ চালু করার চেষ্টা করেছিলেন অর্পিতা, কিন্তু আবাসিকদের আপত্তিতে সেই চেষ্টা ভেস্তে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে সস্তায় মিলছে টেরাকোটার আইটেম! কী কী পাওয়া যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে জানুন
আরও দেখুন

জানা গিয়েছে, বরানগরে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি নেল পার্লারও রয়েছে৷ বরানগরের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও তাঁর একটি পার্লার রয়েছে বলে খবর৷ তবে এই পার্লারগুলি অর্পিতা তাঁর কর্মীদের দিয়েই মূলত চালাতেন৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arpita Mukherjee Arrest: বাড়িতে উদ্ধার ২১ কোটি, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেন না অর্পিতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল