ওয়ার্কশপের উদ্বোধন করে তিনি আবেগে ভাসলেন। রাজ্যপাল জানালেন, গায়ক অরিজিৎ সিং শুধু এই রাজ্যের দেশের না গোটা পৃথিবীর মধ্যে তাঁর অনুগামী ভক্তরা রয়েছেন। যার মধ্যে তিনিও আছেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এদিনের ওয়ার্কশপের মাধ্যমে নতুন প্রজন্মকে সঙ্গীত ও থিয়েটারের প্রতি আকৃষ্ট করা এবং তাঁদের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। মূলত গায়ক অরিজিৎ সিংয়ের উদ্যোগে এই প্রয়াস গ্রহণ করা হয়।
advertisement
মঙ্গলবার সকালে ট্রেন সফরে একদিনের জন্য নবাবের জেলা মুর্শিদাবাদে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মূলত অরিজিৎ সিংয়ের মিউজিক অ্যান্ড থিয়েটার ওয়ার্কশপে যোগদান ছিল মুল উদ্দেশ্য।
রাজ্যপালের সঙ্গে পাশে ছিলেন সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা মাথায় সাদা টুপি পরে মঞ্চে উপস্থিত থাকলেন খোদ গায়ক অরিজিৎ সিং নিজেই। জিয়াগঞ্জ সহ গোটা জেলার প্রায় ৫০০ জন অংশ গ্রহণ করেছিলেন। তবে গায়ক অরিজিৎ সিংয়ের উদ্যোগে মিউজিক অ্যান্ড থিয়েটার ওয়ার্কশপে অংশ গ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেন জেলার শিল্পীরাও । দেশের বিভিন্ন নামকরা তবলা বাদকরা প্রশিক্ষণ দেবেন বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী





