তারপাশেই নির্মিত হয়েছে বিশাল মন্দির। এই মন্দিরটিই এখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বছরের একটি নির্দিষ্ট দিনে লক্ষ লক্ষ পূণ্যার্থী এখানে আসেন। দুর দুরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। আপনি চাইলেই আসতে পারেন এই মন্দিরে। তবে এখানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।এই মন্দিরটি আদিগঙ্গার পাড়ে অবস্থিত।
আরও পড়ুন: ঘরে লাল পিঁপড়ের উৎপাত! এক রাতেই পালাবে পিঁপড়ে! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
আরও পড়ুন: দোকানের মতো মুচমুচে আলুভাজা বাড়িতে বানান! সহজ পদ্ধতিতে ঘরেই বানান ফ্রেঞ্চ ফ্রাইস
এই আদিগঙ্গার পাড়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নয়, এসেছিলেন আরও অনেক মুনি, ঋষি। সে কারণে এই স্থান পবিত্র একটি স্থান। আপনি চাইলে একদিনের জন্য আসতেই পারেন এই স্থানে। শনিবার তাঁর জন্মতিথিতে তাঁর ভাবসমাধি দেখতে অনেক পূণ্যার্থী আসেন সেখানে। মন্দির কমিটির সদস্যরা সে দিকটি মাথায় রেখে সবরকম ব্যবস্থা করে রেখেছিলেন। আপনি চাইলেই ঘুরে আসতেই পারেন এই পূণ্যভূমি থেকে।
নবাব মল্লিক