তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভোটকে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মীসভা হোক কিংবা জনসভা, অনুব্রত মণ্ডল সর্বদাই সিউড়ি ২ ব্লক থেকে শুরু করতেন। সেই ধারাই অব্যাহত রাখলেন অভিনেত্রী শতাব্দীও। তিনিও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলাজুড়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির সূচনা হল সেই সিউড়ি ২ ব্লক থেকেই। এদিন শতাব্দীর মুখে অনুব্রতর নামও শোনা যায়। ‘রাজনীতির জন্য তাঁর অবদান অনেক’, অনুব্রত মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শতাব্দী রায়, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা।
advertisement
আরও পড়ুন: সেই লুপ লাইনে ২ ট্রেন, বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল ইঞ্জিন, বগি
এদিন সকালে তিনি প্রথমে সিউড়ি ২ ব্লকে কোমা পঞ্চায়েত এলাকায় যান। সেখানেই তিনি একটি জনসভা করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি যান পুরন্দরপুর পঞ্চায়েত এলাকায়। পুরন্দরপুরেই তিনি মধ্যাহ্নভোজন করেন।
আরও পড়ুন: ভয়াবহ! কী এমন ঘটছে বঙ্গোপসাগরে? বাংলার মৎস্যজীবীদের নির্দেশ, ‘তাড়াতাড়ি ফিরুন’
তারপর সেখান থেকে ওই ব্লকের অভিনাশপুর পঞ্চায়েত এলাকা, বনশঙ্কা পঞ্চায়েত এলাকা এবং সব শেষে গোবরা পঞ্চায়েত এলাকায় যান। প্রত্যেক জায়গায় তিনি সভা করেন। সব শেষে গোবরা পঞ্চায়েত এলাকায় সভা করে দিনের কর্মসূচি শেষ করেন।
—- Subhadip Pal