TRENDING:

Anubrata Mondal: ব্রেকফাস্টে কচুরি, চাটনি, সুগার ফ্রি মিষ্টি, কলকাতা আসার পথে শক্তিগড়ে খাওয়া সারলেন অনুব্রত

Last Updated:

Anubrata Mondal: অনুব্রতর গাড়ি-সহ মোট চারটি গাড়ি রয়েছে এই কনভয়ে৷ রয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Lকলকাতা: দোলের দিনই শহরে আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ তাঁকে তারপর নিয়ে যাওয়া হবে দিল্লি৷ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে মঙ্গলবার সকাল পাঁচটার মধ্যেই রাজ্য সরকারের বাহিনী পৌঁছে যায় আসানসোল সংশোধনাগারে৷ সেখানে সকাল ছ’টা আট মিনিটে জেল কর্তৃপক্ষ সংশোধনাগারের দরজা খোলে৷ তারপরেই অনুব্রতকে বার করা তোড়জোড় শুরু হয়৷
শক্তিগড়ে ব্রেকফাস্ট সারছেন অনুব্রত
শক্তিগড়ে ব্রেকফাস্ট সারছেন অনুব্রত
advertisement

অনুব্রতর গাড়ি-সহ মোট চারটি গাড়ি রয়েছে এই কনভয়ে৷ রয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷ ভোরেই অনুব্রতকে সংশোধনাগার থেকে বার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ অনুব্রতকে শেষ পর্যন্ত সকাল ৬.৪৩ মিনিটে জেল থেকে বার করা হয়৷ প্রথম নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে সুপারের ঘরে যান তিনি, তার পর তাঁকে বার করে নিয়ে যাওয়া হয়৷ রঙের উৎসবের দিন সবুজ রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে অনুব্রতকে৷

advertisement

আরও পড়ুন- গাড়ি তো নয়, যেন খাঁটি লোহা! পারিবারিক ছুটিতে যাওয়ার জন্য একেবারে আদর্শ টাটার এই চারচাকা

আরও পড়ুন- বসন্তেই কাবু হবে সংক্রমণ, কমবে শিশুদের শ্বাসকষ্ট! দোল আসতেই আশায় স্বাস্থ্য দফতর, জারি বিবৃতি

যদিও এই গোটা প্রক্রিয়ার সময় অনুব্রতকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি৷ গোটা সময়টাতেই নিশ্চুপ ছিলেন তিনি৷ এর পর পৌনে সাতটা নাগাদ গাড়ি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে৷ কলকাতার ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়৷ এর পর ৮.৪৫ মিনিট নাগাদ শক্তিগড়ের কাছে এসে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের গাড়ি৷ সেখানে তিনি হাত-মুখ ধুয়ে প্রাতঃরাশ সারেন বলে খবর৷ কচুরি, চাটনি, তরকারি ও সুগার ফ্রি মিষ্টি খান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শেষবার তাঁর সুগার পরীক্ষা যখন করা হয়েছিল, তাতে চিন্তার কোনও কারণ নেই৷ তবে সুগার নিয়ন্ত্রণে রাখতেই তিনি সুগার ফ্রি মিষ্টি খান৷ সেখানেও তাঁকে একাধিক প্রশ্ন করা হয়, তিনি কোনও উত্তর দেননি৷ পঞ্চায়েত থেকে দিল্লি যাওয়া, কোনও কিছু নিয়েই কথা বলতে চাননি বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: ব্রেকফাস্টে কচুরি, চাটনি, সুগার ফ্রি মিষ্টি, কলকাতা আসার পথে শক্তিগড়ে খাওয়া সারলেন অনুব্রত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল