অনুব্রত মণ্ডলের মা কালীর অন্যতম বিশেষত্ব তাঁর রাশি রাশি সোনার গয়না। কালী পুজোর আগের দিন সেই সব গয়না একত্রিত করা হয়। এরপর অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে সেই গয়না মা কালীর অঙ্গে এক এক করে পরানো হয়।
advertisement
প্রতি বছরের মতো গত বছরও বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ে সেই কালী পুজোর আয়োজন করা হয়েছিল। তার আগের বছর পর্যন্ত সাড়ে তিনশ ভরি গয়না দিয়ে সাজানো হয়েছিল প্রতিমা। গত বছর ৫৪০ ভরি সোনার গয়নায় প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছিল। অনুব্রত মণ্ডল নিজ হাতে সে সব দায়িত্ব সামলেছেন। এখন এত সোনার গয়না কোথা থেকে এল তা জানতেই বিশেষ তৎপর হয়ে উঠেছে সিবিআই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মা কালীর ৫৭০ ভরি সোনার গয়নার হদিশ মিলেছে।
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই বোলপুরে বিশেষ অস্থায়ী ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই। এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে কেনা হয়েছিল সে ব্যাপারে ইতিমধ্যেই বিস্তারিত খোঁজ খবর নিয়েছে তারা। জানা গিয়েছে, বিশেষ একটি দোকান থেকেই বেশির ভাগ সোনা কেনা হয়েছিল। সেই সোনার দোকানের মালিকের সঙ্গে কথা বলেছে সিবিআই। এই সোনা ক্যাশ টাকায় কেনা হয়েছিল, নাকি চেক দিয়ে কেনা হয়েছিল বা অন্য কোন পদ্ধতিতে কেনা হয়েছিল কিনা এই সোনা, সেসব কার নামে কেনা হয়েছিল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহে এখন ব্যস্ত সিবিআই।