TRENDING:

Howrah News: ভারোত্তলোনে নতুন সূর্যোদয় অচিন্ত্য-শ্রাবনীর দেউলপুর গ্রামে!

Last Updated:

Howrah News: ৬৮ তম স্কুল গেমসের জাতীয় মঞ্চে স্বর্ণপদক জয় করল খসমড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অনিক মুদি। ৭-১২ ই এপ্রিল অনুষ্ঠিত হওয়া স্কুল গেমসে ৬১ কেজি বিভাগে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় অনিকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ভারোত্তলোনে নতুন সূর্যোদয় অচিন্ত্য-শ্রাবনীর গ্রামে! এবার স্কুল গেমসের মধ্য দিয়ে প্রতিভাবান ভার উত্তোলকের আত্মপ্রকাশ। ভারোত্তলন গ্রাম হিসাবে দেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে হাওড়া পাঁচলা ব্লকের দেউলপুর গ্রাম। শ্রীকান্ত মুদি গৌরব শেঠ জ্যোতি মাল অচিন্ত্য শিউলি শ্রাবণী দাস’দের দেখানও পথে এবার ৬৮ তম স্কুল গেমসের জাতীয় মঞ্চে স্বর্ণপদক জয় করল খসমড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অনিক মুদি। ৭-১২ ই এপ্রিল অনুষ্ঠিত হওয়া স্কুল গেমসে ৬১ কেজি বিভাগে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় অনিকের।
advertisement

দেউলপুর গ্রামে ভার উত্তোলন খেলার চর্চা দীর্ঘদিনের। তবে গত কয়েক বছরে নতুন প্রজন্মের মধ্যে এই খেলার প্রতি আগ্রহ দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামে একাধিক প্রশিক্ষণ শিবির রয়েছে। দেউলপুর সহ পার্শ্ববর্তী গ্রামের শতাধিক ছেলে-মেয়ে ভার উত্তোলন অনুশীলন করছে। বর্তমানে দেউলপুর গ্রাম থেকে ভার উত্তোলক হিসাবে জাতীয় শিবিরে রয়েছে অচিন্ত্য শিউলি শ্রাবণী দাস। কত ৮ই এপ্রিল জাতীয় স্কুল গেমস সোনা জয়ের পর। দেউলপুর গ্রামের মানুষকে ভার উত্তোলনে আরও আশার আলো দেখাচ্ছে অনিক। ৬১ কেজি বিভাগে স্ন্যাচ ১০১ কেজি এবং ক্লিনজার ১৩৭ কেজি।

advertisement

আরও পড়ুনঃ  Sourav Ganguly: ধোনির ফের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ! বড় কথা বলে দিলেন দাদা

এ প্রসঙ্গে অনিক জানায়,”স্বপ্ন রয়েছে দেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করা। এই সাফল্য লক্ষ্য পূরণে এগিয়ে আরও কিছুটা এগিয়ে দিল ও উৎসাহ জোগাল। আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করব।” অনিকের বাবা শ্রীকান্ত মুদি জানান, অলিম্পিকে সুযোগ পেয়েও অর্থনৈতিক অভাবের কারণে খেলা সম্ভব হয়নি। নিজের সেই অসম্পূর্ণ স্বপ্ন ছেলের মধ্য দিয়ে পূরণ করার ইচ্ছে রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ভারোত্তলোনে নতুন সূর্যোদয় অচিন্ত্য-শ্রাবনীর দেউলপুর গ্রামে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল