এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন অমৃত ভারতীয় স্টেশনের প্রস্তাব দিয়েছিলেন সেই সময় আমরা পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশনকে বেছে নিয়েছিলাম। জয়চন্ডী পাহাড় জেল একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তাই বহু পর্যটক এই স্টেশনে আসেন। তাদের কথা চিন্তা করে এই স্টেশনের উন্নতি সাধনে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এই স্টেশনকে আধুনিকীকরণ করা হয়েছে।”
advertisement
আরও পড়ুন: এই গরমে ওরাও আর পারছে না, পাখিদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ পুরুলিয়া বন দফতরের
আগামীদিনে আদ্রা ডিভিশনের অন্তর্গত আরও ১৬টি স্টেশনে কাজ করে সেই স্টেশনগুলিকেও উদ্বোধন করা হবে। এ বিষয়ে জেলার এক বাসিন্দা গৌতম ঘোষ বলেন, পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রুপায়ন করা হল এটা খুবই খুশির খবর। তার ভীষণই ভাল লাগছে এই কাজ হওয়ায়। তবে ট্রেন যদি যথাসময়ে চলে তাহলে আরও অনেকখানি সুবিধা হবে সকলের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়চন্ডী পাহাড় রেল স্টেশনের আধুনিকীকরণ হওয়ায় অনেকখানি সুবিধা হবে পর্যটক সহ নিত্যযাত্রীদের। এর ফলে জেলার পর্যটন শিল্পী আরও প্রসার ঘটবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি





