স্থানীয় গ্রামবাসীরা কাটা গাছ আটকে বিক্ষোভ দেখান। পর্যটকদের কাছে গোবর্ধনপুরকে আকর্ষণীয় করে তুলতে ঝাউ গাছের বন তৈরি করছে রাজ্য সরকার। তার দেখভালের জন্য জয়েন্ট ফরেস্ট কমিটি তৈরি করা হয়েছে। সেই জেএফসির লোকজনের বিরুদ্ধেই জঙ্গল কাটার অভিযোগ উঠেছে। প্রায় ২৭০টি ঝাউ গাছের সঙ্গে কিছু ম্যানগ্রোভ গাছ কাটাও হয়েছে বলে অভিযোগ। জি প্লট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দেব মন্ডল, বুথ সভাপতি সুকদেব ভুঁইয়া ও নজরুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ তীর।
advertisement
আরও পড়ুনঃ অষ্টমীর রাতে যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার! দরজা ভাঙতেই শিউড়ে ওঠার মতো দৃশ্য..! চাঞ্চল্য বাঁকুড়ায়
২০১৯ সালে আয়লা বাঁধ রক্ষার জন্য গাছগুলি লাগানো হয়। গোবর্ধনপুর এমনিতেই ভাঙন প্রবণ এলাকা। তার মধ্যে কীভাবে এই গাছ কাটা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষজন। এই বিষয়ে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি নুর ইসলাম জানিয়েছেন, অবৈধভাবে গাছ কাটা হয়েছে। কোনও নিয়মকানুন মানা হয়নি। প্রশাসন এই ব্যপারে উদাসীন। ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই বন বিভাগকে লিখিত অভিযোগে জানিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনা সম্বন্ধে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আমাদের সরকার আপোষ করে না। কেউ যদি এর সঙ্গে জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত জায়গায় গাছ বসিয়ে দেওয়া হবে।