অষ্টমীর রাতে যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার! দরজা ভাঙতেই শিউড়ে ওঠার মতো দৃশ্য..! চাঞ্চল্য বাঁকুড়ায়

Last Updated:

Couple Dead Body Recovered: জানা যাচ্ছে, পচা গন্ধের সন্ধানে নেমে পুলিশ একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়ার ওন্দায় ঘটনাটি ঘটেছে। দু'জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ।

ওন্দা থানা
ওন্দা থানা
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ অষ্টমীর রাতে ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পচা গন্ধে ভরে উঠে এলাকা। ভাড়াটিয়া যুগল স্বামী ও স্ত্রী বলে দাবি বাড়ির মালিকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওন্দায়।
জানা যাচ্ছে, পচা গন্ধের সন্ধানে নেমে পুলিশ একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরে ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিকের দাবি, মৃত দু’জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ১ মাস আগে ভাড়া নেন। দু’জনে আধার কার্ডের জেরক্স কপিও দিয়েছিলেন। তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাগমারি এলাকায়। তাঁদের সম্পর্কে আর কিছু জানা নেই। তেমনভাবে কথাবার্তাও হত না। দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ উমার আরাধনায় সরকারি প্রকল্পই ভরসা! লক্ষ্মীর ভাণ্ডার-বার্ধক্য ভাতার টাকায় দুর্গোৎসব, মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড়
বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে দু’জনের আত্মহত্যার কী কারণ সেটা পুলিশকে ভাবাচ্ছে। আধার কার্ড দেখে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে ওন্দা পুলিশ।
advertisement
জানা যাচ্ছে, ওই ভাড়া বাড়ি থেকে দু’টি আধার কার্ড উদ্ধার হয়েছে। সেখানে দু’জনের পরিচয় জানতে পারে পুলিশ। রাজেশ গোস্বামী (৩০) ও রূপালি গোস্বামী (২৮) দু’জনেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কী কারণে আত্মহত্যা তা জানা যায়নি। আধার কার্ড খতিয়ে দেখে দু’জনের পরিচয় নিশ্চিত করে তদন্ত শুরু করে ওন্দা থানার পুলিশ। এক মাস ভাড়া নিয়ে বাইরে থেকে এসে দু’জনে আত্মহত্যা কেন করলেন সেটাও ভাবাচ্ছে পুলিশকে। এলাকার মানুষ বা প্রতিবেশীর সঙ্গেও দু’জনের কোনও যোগাযোগ ছিল না।
advertisement
Suicide disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অষ্টমীর রাতে যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার! দরজা ভাঙতেই শিউড়ে ওঠার মতো দৃশ্য..! চাঞ্চল্য বাঁকুড়ায়
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement