১ অগস্ট, ২০২৪-এ কাজাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে ফোর্থ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে সুযোগ পেয়েছেন পুরুলিয়ার ভূমিকন্যা অম্বিকা মিশ্র। পেশাগতভাবে তিনি একজন স্কুল শিক্ষিকা। বাড়ি পুরুলিয়ার বেলগুমাতে। নিজের পেশা সামলে সমানতালে ক্যারাটেতে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরার লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৯ সাল থেকে অ্যাডভান্স ক্যারাটে অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন।
আরও পড়ুন: এই সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে ভিড়মি খাবেন!
advertisement
এই সুযোগ প্রসঙ্গে অম্বিকা মিশ্র বলেন, নিজের প্রফেশনাল জীবন বজায় রাখার পাশাপাশি ক্যারাটের প্রশিক্ষণ নিয়ে চলেছেন। এত বড় সুযোগ পেয়ে তিনি খুশি বলে জানান। প্রতিযোগিতায় নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই শিক্ষিকা। তাঁকে নিয়ে আশাবাদী গোটা জঙ্গলমহলের মানুষ।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 11:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asian Karate Championships: এশিয়ান চ্যাম্পিয়নশিপে সুযোগ পুরুলিয়ার শিক্ষিকার, ক্যারাটের প্যাঁচে মাত করবেন প্রতিপক্ষদের