Bangla Video: এই সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে ভিড়মি খাবেন!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Bangla Video: সন্ধে নামলেই কী এমন করেন এই সাইকেল মিস্ত্রি! যার কারণে তাঁর বাড়ির সামনে ভিড় করেন গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা
বীরভূম: দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। কয়েক বছর আগে তিনি ‘কাঁচা বাদাম’ গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। তবে সকলের এমন সৌভাগ্য হয় না। এই ভুবন বাদ্যকরদের মত এমন হাজার প্রতিভা স্রেফ প্রচারের অভাবে লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। তেমনই একজন হলেন বীরভূমের মারগ্রামের সাইকেল মিস্ত্রি মহম্মদ আসগর আলি। তাঁর প্রতিভা জানলে রীতিমত চমকে উঠবেন।
সাইকেল মেরামতির পাশাপাশি প্রায়শই সন্ধে থেকে এলাকার কয়েকজনকে নিয়ে বাউল সহ বিভিন্ন ফোক গানের চর্চা করেন তিনি। বীরভূমের রামপুরহাট-২ ব্লকের অন্তর্গত মারগ্রামের হাতিবান্দা পাড়ার বাসিন্দা মহম্মদ আসগর আলি ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি।রামপুরহাট-২ ব্লকের সামনেই তাঁর বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতির কাজ করেন।
advertisement
advertisement
সকাল থেকে সন্ধে পর্যন্ত তাঁর হাতে লেগে থাকে রেঞ্জ -হাতুড়ি সহ সাইকেল সারানোর বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতেই সন্ধে নামলেই থাকে কলম-খাতার পাশাপাশি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র। সঙ্গীতের চর্চা করার পাশাপাশি এই সাইকেল মিস্ত্রি নাটকও লেখেন।
মহম্মদ আসগর আলি জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন। সেই শুরু। প্রায় ৩৫ বছর ধরে তিনি পেশা হিসাবে সাইকেল মেরামতির পাশাপাশি রামপুরহাট, বোলপুর, সাহাপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালা, নাটক করেন। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। এখনও পর্যন্ত তিনি আটটি নাটক লিখেছেন।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 10:33 PM IST