Bangla Video: এই সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে ভিড়মি খাবেন!

Last Updated:

Bangla Video: সন্ধে নামলেই কী এমন করেন এই সাইকেল মিস্ত্রি! যার কারণে তাঁর বাড়ির সামনে ভিড় করেন গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা

+
সাইকেল

সাইকেল মেরামত করছেন মিস্ত্রি

বীরভূম: দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। কয়েক বছর আগে তিনি ‘কাঁচা বাদাম’ গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। তবে সকলের এমন সৌভাগ্য হয় না। এই ভুবন বাদ্যকরদের মত এমন হাজার প্রতিভা স্রেফ প্রচারের অভাবে লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। তেমনই একজন হলেন বীরভূমের মারগ্রামের সাইকেল মিস্ত্রি মহম্মদ আসগর আলি। তাঁর প্রতিভা জানলে রীতিমত চমকে উঠবেন।
সাইকেল মেরামতির পাশাপাশি প্রায়শই সন্ধে থেকে এলাকার কয়েকজনকে নিয়ে বাউল সহ বিভিন্ন ফোক গানের চর্চা করেন তিনি। বীরভূমের রামপুরহাট-২ ব্লকের অন্তর্গত মারগ্রামের হাতিবান্দা পাড়ার বাসিন্দা মহম্মদ আসগর আলি ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি।রামপুরহাট-২ ব্লকের সামনেই তাঁর বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতির কাজ করেন।
advertisement
advertisement
সকাল থেকে সন্ধে পর্যন্ত তাঁর হাতে লেগে থাকে রেঞ্জ -হাতুড়ি সহ সাইকেল সারানোর বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতেই সন্ধে নামলেই থাকে কলম-খাতার পাশাপাশি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র। সঙ্গীতের চর্চা করার পাশাপাশি এই সাইকেল মিস্ত্রি নাটকও লেখেন।
মহম্মদ আসগর আলি জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন। সেই শুরু। প্রায় ৩৫ বছর ধরে তিনি পেশা হিসাবে সাইকেল মেরামতির পাশাপাশি রামপুরহাট, বোলপুর, সাহাপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালা, নাটক করেন। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। এখনও পর্যন্ত তিনি আটটি নাটক লিখেছেন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: এই সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে ভিড়মি খাবেন!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement