কয়েকদিন আগেই নন্দীগ্রামে সভা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি৷ যে মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে৷ এর পর থেকে কার্যত অন্তরালেই ছিলেন অখিল গিরি৷ শেষ পর্যন্ত বিতর্ক থামাতে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রীকে৷
আরও পড়ুন: শুভেন্দুর জন্য আলাদা স্পিডোমিটার! মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা
advertisement
অখিল গিরির শাস্তির দাবিতে আজই তাঁর বিধানসভা এলাকায় মিছিল ও সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর পাল্টা আগামী ২৫ নভেম্বর রামনগরে সভা করবে তৃণমূল৷
আরও পড়ুন: 'ডিসেম্বরে সবাই ভালোই থাকবেন', চন্দ্রিমার মন্তব্যে তুঙ্গে জল্পনা
রাষ্ট্রপতিকে নিয়ে করা কু-মন্তব্যের সাফাই দিতে গিয়ে শুভেন্দুকেই দায়ী করেছিলেন অখিল গিরি৷ দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী ক্রমাগত তাঁকে অশালীন আক্রমণ করার কারণেই প্ররোচিত হয়ে ওই মন্তব্য করে ফেলেন তিনি৷ আজ অবশ্য অখিল গিরি জানিয়েছেন, রামনগরের সভায় শুভেন্দু অধিকারী কী বলেন তা শুনে নিয়ে আগামী ২৫ তারিখের সভা থেকে তার জবাব দেবেন তিনি৷
অখিল গিরি বলেন, 'রাগের মাথায় উত্তেজনার বশে রাষ্ট্রপতির উদ্দেশে বাজে কথা বলে ভুল করে ফেলেছি। আমার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। এটা ভেবেই খুব খারাপ লাগছে। আমি লজ্জিত। '