এদিন যাত্রীদের সঙ্গে ট্রেনে ওঠেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। এসি লোকাল ট্রেন আসার বেশ কিছুটা সময় আগেই তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে তিনি হাজির হন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। বিধায়ক নিজে যাত্রীদের হাতে লাড্ডু তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেন। শুধু শাসক নয়, বিরোধী বাম শিবিরের নেতারাও সেই মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন স্টেশনে। অ্যানাউন্সমেন্ট শোনার সঙ্গে সঙ্গেই স্টেশনে থাকা যাত্রীদের উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ।
advertisement
প্রতিদিনের বনগাঁ লোকালের ট্রেনের দরজার সামনে ভিড়ের চেনা ছবি এদিন এসি লোকাল ট্রেনেও দেখা গেল। তবুও এদিনের অনুভূতিটা যেন ছিল অনেকটাই অন্যরকম। এসি লোকাল ট্রেনের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের ছোঁয়া পেয়ে যাত্রীরা ঠেলাঠেলি করে উঠে পড়েন ট্রেনে। যেন নৈতিক জয় পেল অশোকনগরের মানুষ। এতদিন ধরে শুধুমাত্র চোখের সামনে দিয়ে ধুলো উড়িয়ে চলে যাওয়া এসি লোকাল অবশেষে থামল তাঁদের স্টেশনে। আপাতত অল্প দিনের জন্য হলেও অশোকনগরবাসীরাও ভোগ করতে পারবেন এসি লোকালের সুবিধা। পরবর্তীতে রেলের তরফ থেকে বিবেচনা করে স্থায়ী ভাবে স্টপেজ দেওয়ার চিন্তাভাবনা করা হবে বলেও জানানো হয়েছে।
শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকালের এই স্টপেজ ঘিরে দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েন চললেও শেষমেশ জয় হল সাধারণ যাত্রীদেরই। প্রথম দিনেই এসি লোকালের কামরাগুলি ভরে উঠল যাত্রীদের ভিড়ে। রেল সূত্রের দাবি, যাত্রী সংখ্যা দেখে বোঝাই যাচ্ছে, বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেন চালু করা অনেকাংশেই সফল উদ্যোগ।
Rudra Narayan Roy