Quadruplets: চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান রয়েছে কাজলের গর্ভে...! কিন্তু সিজার করতেই চক্ষু চড়কগাছ! এ কী ঘটনা সামনে এল! বিরল কাণ্ড সাতারায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Quadruplets Child Birth: সাতারার কোরেগাঁওতে ২৭ বছর বয়সী এক মহিলা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং চার শিশুই সুস্থ রয়েছেন, তবে ওজন কম থাকার কারণে শিশুদের আইসিইউতে রাখা হয়েছে। এমনকি ডাক্তাররাও এই ঘটনাটি দেখে অবাক হন।
সাতারাঃ মহারাষ্ট্রের সাতারায় এক মহিলা একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন, যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ২৭ বছর বয়সী এই মহিলা আগেও যমজ সন্তানের জন্ম দিয়েছেন এবং এবার একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। শিশুদের মধ্যে এক কন্যাসন্তানও রয়েছে। বর্তমানে ওই মহিলা ৭ সন্তানের মা। এই ঘটনায় হতবাক অনেকেই। এমনকি চিকিৎসকরাও অবাক।
সাতারার কোরেগাঁও তালুক থেকে এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। স্থানীয় কাজল বিকাশ খাকুরদিয়া নামে এক মহিলা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। মহিলার প্রসববেদনা শুরু হলে তাঁকে ক্রান্তিসিংহ নানা পাতিল সরকারি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সিজার করতে গিয়ে রীতিমতো অবাক চিকিৎসকরাও। কাজল আগে থেকেই যানতেন তাঁর গর্ভে বাড়ছে দুইয়ের অধিক সন্তান। কিন্তু সেই সংখ্যা যে চার, তা ঘুণাক্ষরেও টের পাননি। কাজল চার সন্তানের জন্ম দেন, তাদের মধ্যে তিন কন্যা এবং এক পুত্র সন্তান।
advertisement
আরও পড়ুনঃ দুবাইতে ভারতীয় ১০০ টাকার মূল্য কত? দুবাই থেকে ১০০ দিরহাম ভারতে নিয়ে এল কত টাকা হাতে পাবেন? জেনে নিন হিসাব
কাজলের চার সন্তানকে আইসিইউতে রাখা হয়েছে বর্তমানে। শুক্রবার কাজলের চার সন্তান ভূমিষ্ঠ হয়। চার সন্তান এবং মা সুস্থ রয়েছেন, তবে সন্তানদের ওজন কম হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চার সন্তানের ওজন ১২০০ থেকে ১৬০০ গ্রামের মধ্যে। ওজন কম থাকার কারণে, চার সন্তানকে আইসিইউ-তে ভর্তি। কাজলের স্বামী বিকাশ গুজরাটের বাসিন্দা এবং পুনেতে রাজমিস্ত্রির কাজ করেন। তিন কন্যা এবং এক পুত্র সন্তানের জন্মের পর কাজল এবং বিকাশের বাড়িতে আনন্দের জোয়ার। একসঙ্গে চার সন্তানের জন্মে কাজলের পরিবার খুবই খুশি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘরেই ঝটপট বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চিপস, ঘণ্টাখানেক হাতে থাকলেই কেল্লাফতে, রাঁধুনি শেখালেন দারুণ সহজ রেসিপি
কাজলের আগেও দুই সন্তান রয়েছে। প্রথম সন্তান প্রসবের সময় তিনি যমজ সন্তানের জন্ম দেন। তারপর দ্বিতীয় সন্তান প্রসবের সময় তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর তিনি ফের চার সন্তানের জন্ম দিলেন। ডাঃ দেশাই, ডাঃ সালমা ইনামদার, ডাঃ খাদতারে, ডাঃ ঝেন্ডে, ডাঃ দীপালি রাঠোরের দল কাজলের সফল প্রসব করিয়েছে। অপারেশনের পর, ডাক্তাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ডাক্তাররা জানিয়েছেন, সন্তান জন্মের আগে তারা একটু চিন্তিত ছিলেন। প্রসঙ্গত, পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, পাকিস্তানের এক মহিলা একসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন, অন্যদিকে মরক্কোতে একজন মহিলা একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 3:38 PM IST