কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তার ভাষণে স্বাস্থ্য এবং আয়ুষ মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ পর্যন্ত সারা দেশ জুড়ে ২৩ টি এইমস হাসপাতাল গড়ে তোলা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত, আয়ুস্মান ভারত, দীক্ষিত ভারতের মাধ্যমে দেশের উন্নয়নের কথা উল্লেখ করেন।
advertisement
১৭৫৪ কোটি টাকা খরচ করে ১৭৯.৮২ একর জমির ওপর ৯৬০ শয্যার কল্যাণী এইমস হাসপাতাল গড়ে উঠেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে এই হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা চালু হয়। বর্তমানে ৪৫০টি শয্যার পরিষেবা চালু হচ্ছে। চিকিৎসার পাশাপাশি এখানে মেডিকেল ও নার্সিং পড়ানোর ব্যবস্থা রয়েছে। ২০২১ সালে প্রাথমিক ভাবে কয়েকটি বিভাগকে নিয়ে বহির্বিভাগ পরিষেবা চালু হল নবনির্মিত কল্যাণী এইমসে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই কল্যাণী এইমসে-র ভার্চুয়াল উদ্বোধন করলেন।
জানা গিয়েছে, ৯৬০ শয্যাবিশিষ্ট কল্যাণী এইমস উচ্চ মানের চিকিৎসা পরিষেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। শীর্ষ মানের পরিকাঠামো, উন্নত আইসিইউ-র সুবিধা থাকছে এতে। এতে ২৩ টি মডিউলার অপারেশন থিয়েটার থাকছে। রোগীর সমস্ত প্রয়োজনীয়তা মেটাতে একটি স্বয়ংসম্পূর্ণ ব্লাডব্যাংকও রয়েছে। হাসপাতালে থাকছে অংকোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টোরোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, ট্রান্সফিউশন মেডিসিন, রেডিও থেরাপি এবং নিউক্লিয়ার মেডিসিনের মতো নতুন ও আধুনিক সুপার-স্পেশালিটি বিভাগ।
এখানকার রেডিও থেরাপি বিভাগ হাই এনার্জি লিনিয়ার অ্যাক্সিলারেটর, লো এনার্জি লিনিয়ার অ্যাক্সিলারেটর, সিটি সিমুলেটর নামে অত্যাধুনিক সব মেশিনে সজ্জিত। ক্যানসার রোগীদেরও পরিষেবা মিলবে এখানে। কল্যাণী এইমসে অচিরেই শুরু হতে যাচ্ছে অতি-আধুনিক পেট সিটি এবং নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। থাকছে ক্যাথ ল্যাবরেটরি, ডায়ালিসিসের সুবিধা এবং রেডিওলজি পরিষেবাগুলির মতো উন্নত সুবিধা। এসবের পাশাপাশি ৩০ শয্যা-সহ একটি আয়ুষ আইপিডি চালু করার পরিকল্পনাও চলছে বলে শোনা গিয়েছে।
Mainak Debnath