দলপুর আশ্রমে ICAR ও জাতীয় পাদপ আনুবংশিক সংশোধন ব্যুরো এবং দলপুর আশ্রমে যৌথ উদ্যোগে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে চাষিদের কৃষিকাজ সম্পর্কে বিশেষ কর্মশালা এবং কৃষিজ যন্ত্রপাতি ও শাকসবজি বীজ প্রদান করা হয়। ছাতনা, ইন্দপুর, বাঁকুড়া এক নং ব্লকের অন্তর্গত মোট ১৫০ জন কৃষক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
advertisement
আরও পড়ুন: গরমে ঠাণ্ডা জল কিনতে আর খসবে না ১৫ টাকা! ২ টাকা, ৫ টাকাতেই এবার নতুন খেল দেখাচ্ছে বাঁকুড়া
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলপুর আশ্রমের মহারাজ স্বামী মাধবানন্দ সরস্বতী, ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, ড: স্মিতা লেঙ্কা, ড: দীপ্তি পানি, দীপু সরকার সহ বিশিষ্টজনেরা। দলপুর আশ্রমে কৃষকদের নিয়ে এই বিশেষ কর্মশালায় উপস্থিত থাকতে পেরে এবং এই কৃষি যন্ত্রপাতি ও বীজ পেয়ে খুশি কৃষকেরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খরাপ্রবণ এলাকা বাঁকুড়া এবং এই বাঁকুড়ায় কৃষিকাজ করলেই ফসল উৎপাদন হবে তার কোনও মানে নেই। কৃষি কাজের সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত সেচ, আধুনিক যন্ত্রপাতি এবং জৈব কিংবা অজৈব সার। তাই সরকারের বিভিন্ন স্কিম এবং সহায়তা কৃষকদের উপকার করছে জেলার বিভিন্ন প্রান্তে।
নীলাঞ্জন ব্যানার্জী





