Bankura News: গরমে ঠাণ্ডা জল কিনতে আর খসবে না ১৫ টাকা! ২ টাকা, ৫ টাকাতেই এবার নতুন খেল দেখাচ্ছে বাঁকুড়া
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এখন থেকে মাত্র দু'টাকার বিনিময়ে এক লিটার বিশুদ্ধ পানীয় জল মিলবে। তাও আবার গরমে ঠান্ডা জল।
বাঁকুড়া: জল কষ্টের জঙ্গলমহলে এবার দু’টাকার বিনিময়ে বিশুদ্ধ পানীয় জল। এখন থেকে মাত্র দু’টাকার বিনিময়ে এক লিটার বিশুদ্ধ পানীয় জল মিলবে। তাও আবার গরমে ঠান্ডা জল। আর খরচ করে কিনতে হবে না ১৫ টাকার বোতল। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ বাজার। রানিবাঁধ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাণীবাঁধের বটতলায় বিরসা বাজারে থেকে চালু হল ওয়াটার এটিএম। এদিন ওয়াটার এটিএম-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিবাঁধের বিডিও শিবব্রত বন্দ্যোপাধ্যায়, রানিবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল, রানিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমিলা মান্ডি প্রমুখ।
গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, “পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়েছে।”
advertisement
অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল জানিয়েছেন, “ব্লক সদর হওয়ায় আশেপাশের প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন প্রশাসনিক ও দৈনন্দিন প্রয়োজনে বহু মানুষ রানিবাঁধ বাজারে আসেন। তাছাড়া বাজার এলাকার বাসিন্দারাও নানা প্রয়োজনে রাস্তায় বেরোন। তৃষ্ণা মেটাতে হয় পানীয় জলের বোতল বাড়ি থেকে নিয়ে আসতে হয় অথবা দোকানে কমপক্ষে ১৫ টাকা খরচ করে জলের বোতল কিনতে হয়। জঙ্গলমহল এলাকা হওয়ায় অনেকে বোতল কিনতে পারেন না।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এসব কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানান ভীমসেন মন্ডল। তিনি জানিয়েছেন, “এলাকার মানুষজনদের সুবিধার্থে এই ওয়াটার এটিএম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে দু’টাকায় এক লিটার বিশুদ্ধ পানীয় জল ও পাঁচ টাকায় এক লিটার শীতল বিশুদ্ধ পানীয় জল মিলবে”।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2025 1:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: গরমে ঠাণ্ডা জল কিনতে আর খসবে না ১৫ টাকা! ২ টাকা, ৫ টাকাতেই এবার নতুন খেল দেখাচ্ছে বাঁকুড়া









