Bangladesh Violence: 'বাংলাদেশে হারমোনিয়াম ভাঙলে, শব্দ আমার কলকাতাতেও পৌঁছায়'...ওপার-বাংলার পরিস্থিতি নিয়ে সরব এপার-বাংলার শিল্পীরা
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ওপার-বাংলার এহেন ধ্বংসযজ্ঞে সরব এপার-বাংলার বিশিষ্টরা, যা বলছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে অভিনেতা চন্দন সেন, সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়--
ফের একবার...জ্বলছে, পুড়ছে, ছাড়খার হচ্ছে বালংদেশ! ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ফের উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই বাংলাদেশের নানা জায়গা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীদের কড়াল থাবা থেকে রেহাই পায়নি সে দেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ধানমন্ডি এলাকায় ভাঙচুর চলে প্রয়াত সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের প্রিয় ‘ছায়ানট’ সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শুক্রবার সমাজমাধ্যমে সনজীদা খাতুনের নাতনি সায়ন্তনী তিসা ভাগ করে নিয়েছেন ছায়ানট-এর বর্তমান কিছু ছবি... ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা হারমোনিয়াম, তবলা, বাঁয়া... পুড়ে ছাই অন্যান্য বাদ্যযন্ত্র! ওপার-বাংলার এহেন ধ্বংসযজ্ঞে সরব এপার-বাংলার বিশিষ্টরা, যা বলছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে অভিনেতা চন্দন সেন, সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়--
advertisement
advertisement
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক --বাংলাদেশের ঘটনা অত্যন্ত কষ্টদায়ক। আমার অনেক আত্মীয়, বন্ধু, পরিজন ওখানে রয়েছেন। তাঁদের জন্য চিন্তা হচ্ছে। ইউনুস প্রশাসনের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, একটা অরাজক পরিস্থিতি চলছে! এই পরিস্থিতি মানা যায় না। অবিলম্বে প্রত্যেকের শুভ বুদ্ধির উদয় হোক। অবিলম্বে যেন শান্তি নেমে আসে।
advertisement
advertisement
advertisement
অনিন্দ্য চট্টোপাধ্যায়: খুবই বেদনাদায়ক পরিস্থিতি বাংলাদেশে! বুকে বাঁধছে। বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হচ্ছে... পরিস্থিতি ঠিক কী হবে, কোনদিকে এগোবে, এটা বলার জন্য আমি যোগ্য লোক নই। খারাপলাগাটুকু ভীষণভাবে রয়েছে। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন বাংলাদেশে। তাঁদের খোঁজ নিয়েছি, কথা হয়েছে, তাঁদের জন্য সবসময় দুশ্চিন্তা রয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে কলকাতার খুব বড় একটা যোগাযোগ আছে, অন্তত সাংস্কৃতিক দিক থেকে তো বটেই, ফলে সেখানে যদি বাদ্যযন্ত্র ভাঙা হয়, তার আওয়াজ কিন্তু আমার কলকাতাতে এসেও পৌঁছায়।







