Myanmar Like Earthquake In West Bengal: প্রবল ভূমিকম্পে ধসে গেল মায়ানমার, ব্যাঙ্কক, বাংলাতেও লেগেছিল ধাক্কা, এরকম ভূমিকম্প কলকাতাতে হলে জেলার পর জেলা কী ধসে সর্বানশ হয়ে যাবে

Last Updated:
Myanmar Like Earthquake In West Bengal: মায়ানমারের মত ভূমিকম্প হবে বাঁকুড়া-পুরুলিয়াতে- কী বলছেন বিশেষজ্ঞ
1/6
: মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পরে, প্রশ্ন আসতেই পারে যে বাঁকুড়া পুরুলিয়াতে যদি এমন হয়? জানেন কি এই এলাকায় রয়েছে একটি ভূগর্ভস্থ ফল্ট। যার দরুণবাঁকুড়া পুরুলিয়াতেও রয়েছে ভূমিকম্পের সম্ভাবনা। বাঁকুড়া খ্রিস্টান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির অ্যাসোসিয়েট প্রফেসর সুব্রত পান। প্রফেসর পান বলেন, মায়ানমারের সঙ্গে বাঁকুড়ার ভূমিকম্পের কোনও যোগসূত্র নেই।
: মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পরে, প্রশ্ন আসতেই পারে যে বাঁকুড়া পুরুলিয়াতে যদি এমন হয়? জানেন কি এই এলাকায় রয়েছে একটি ভূগর্ভস্থ ফল্ট। যার দরুণবাঁকুড়া পুরুলিয়াতেও রয়েছে ভূমিকম্পের সম্ভাবনা। বাঁকুড়া খ্রিস্টান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির অ্যাসোসিয়েট প্রফেসর সুব্রত পান। প্রফেসর পান বলেন, মায়ানমারের সঙ্গে বাঁকুড়ার ভূমিকম্পের কোনও যোগসূত্র নেই।
advertisement
2/6
বাঁকুড়া এবং পুরুলিয়া ভূমিকম্প প্রবণতার দিক থেকে জোন টু। পৃথিবীর অন্যতম প্রাচীন ছোটনাগপুর মালভূমির অংশ হল বাঁকুড়া। দক্ষিণে মেদিনীপুর থেকে শুরু করে উত্তরে হিমালয় পর্বতের সঙ্গে যুক্ত রয়েছে পিংলা ফল্ট।
বাঁকুড়া এবং পুরুলিয়া ভূমিকম্প প্রবণতার দিক থেকে জোন টু। পৃথিবীর অন্যতম প্রাচীন ছোটনাগপুর মালভূমির অংশ হল বাঁকুড়া। দক্ষিণে মেদিনীপুর থেকে শুরু করে উত্তরে হিমালয় পর্বতের সঙ্গে যুক্ত রয়েছে পিংলা ফল্ট।
advertisement
3/6
যা হতে পারে মৃদু ভূমিকম্পের একটি কারণ। শিলার প্রকৃতি আলাদা হওয়ার জন্য পশ্চিম বাঁকুড়ার তুলনায় পূর্ব বাঁকুড়া বেশি ভূমিকম্প প্রবণ। সেক্ষেত্রে অবৈধ নির্মাণ এবং যেকোনও স্ট্রাকচার তৈরি করার আগে যথাযথ পরামর্শ নিতে বলেন প্রফেসর।
যা হতে পারে মৃদু ভূমিকম্পের একটি কারণ। শিলার প্রকৃতি আলাদা হওয়ার জন্য পশ্চিম বাঁকুড়ার তুলনায় পূর্ব বাঁকুড়া বেশি ভূমিকম্প প্রবণ। সেক্ষেত্রে অবৈধ নির্মাণ এবং যেকোনও স্ট্রাকচার তৈরি করার আগে যথাযথ পরামর্শ নিতে বলেন প্রফেসর।
advertisement
4/6
এছাড়াও ম্যাপের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন পিংলা ফল্টের পজিশন। অর্থাৎ ভূ প্রকৃতিগত দিক থেকে এবং শিলার গঠনগত দিক থেকে পরিবর্তন থাকার কারণে বাঁকুড়া জেলাকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। পশ্চিম বাঁকুড়া তুলনামূলকভাবে উচ্চভূমি এবং পূর্ব বাঁকুড়া তুলনামূলকভাবে নিম্নভূমি এবং শিলার স্থূলতা কম সেই কারণে ভূমিকম্পের সম্ভাবনা বেশি।
এছাড়াও ম্যাপের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন পিংলা ফল্টের পজিশন। অর্থাৎ ভূ প্রকৃতিগত দিক থেকে এবং শিলার গঠনগত দিক থেকে পরিবর্তন থাকার কারণে বাঁকুড়া জেলাকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। পশ্চিম বাঁকুড়া তুলনামূলকভাবে উচ্চভূমি এবং পূর্ব বাঁকুড়া তুলনামূলকভাবে নিম্নভূমি এবং শিলার স্থূলতা কম সেই কারণে ভূমিকম্পের সম্ভাবনা বেশি।
advertisement
5/6
রেকর্ড ঘাটলে দেখা যাবে, ২০১৯ সালে একটি ৪.৮ রিখটার স্কেলের ভূমিকম্প হয় বাঁকুড়ায়।
রেকর্ড ঘাটলে দেখা যাবে, ২০১৯ সালে একটি ৪.৮ রিখটার স্কেলের ভূমিকম্প হয় বাঁকুড়ায়।
advertisement
6/6
রিসার্চ বলে দিচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার অবস্থান, পিংলা ফল্ট এবং শিলার গতি প্রকৃতির কারণে ভূমিকম্পের সম্ভাবনা কম। তবে প্রফেসর এও বলেন যে পৃথিবীর কোনও জায়গায় ভূমিকম্প মুক্ত নয়! ফলেই প্রয়োজনীয় প্রস্তূতি নিতেই হবে। Input- Neelanjan Banerjee
রিসার্চ বলে দিচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার অবস্থান, পিংলা ফল্ট এবং শিলার গতি প্রকৃতির কারণে ভূমিকম্পের সম্ভাবনা কম। তবে প্রফেসর এও বলেন যে পৃথিবীর কোনও জায়গায় ভূমিকম্প মুক্ত নয়! ফলেই প্রয়োজনীয় প্রস্তূতি নিতেই হবে। Input- Neelanjan Banerjee
advertisement
advertisement
advertisement