Myanmar Like Earthquake In West Bengal: প্রবল ভূমিকম্পে ধসে গেল মায়ানমার, ব্যাঙ্কক, বাংলাতেও লেগেছিল ধাক্কা, এরকম ভূমিকম্প কলকাতাতে হলে জেলার পর জেলা কী ধসে সর্বানশ হয়ে যাবে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Myanmar Like Earthquake In West Bengal: মায়ানমারের মত ভূমিকম্প হবে বাঁকুড়া-পুরুলিয়াতে- কী বলছেন বিশেষজ্ঞ
: মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পরে, প্রশ্ন আসতেই পারে যে বাঁকুড়া পুরুলিয়াতে যদি এমন হয়? জানেন কি এই এলাকায় রয়েছে একটি ভূগর্ভস্থ ফল্ট। যার দরুণবাঁকুড়া পুরুলিয়াতেও রয়েছে ভূমিকম্পের সম্ভাবনা। বাঁকুড়া খ্রিস্টান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির অ্যাসোসিয়েট প্রফেসর সুব্রত পান। প্রফেসর পান বলেন, মায়ানমারের সঙ্গে বাঁকুড়ার ভূমিকম্পের কোনও যোগসূত্র নেই।
advertisement
advertisement
advertisement
এছাড়াও ম্যাপের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন পিংলা ফল্টের পজিশন। অর্থাৎ ভূ প্রকৃতিগত দিক থেকে এবং শিলার গঠনগত দিক থেকে পরিবর্তন থাকার কারণে বাঁকুড়া জেলাকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। পশ্চিম বাঁকুড়া তুলনামূলকভাবে উচ্চভূমি এবং পূর্ব বাঁকুড়া তুলনামূলকভাবে নিম্নভূমি এবং শিলার স্থূলতা কম সেই কারণে ভূমিকম্পের সম্ভাবনা বেশি।
advertisement
advertisement







