বর্ধমানের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ। ছোট থেকেই নানান বিষয়ে বিজ্ঞানের প্রযুক্তি প্রয়োগের শখ ছিল তাঁর। বর্ধমানের ইউআইটি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক করেছেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। অয়নের তৈরি সফটওয়্যার ও ডিভাইস সহজেই কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিষয়ে নানান তথ্য প্রদান করতে সহায়তা করবে। এই ডিভাইস জমিতে লাগানো থাকলেই হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে নোটিফিকেশন চলে আসবে ফোনে। তবে স্মার্টফোন না থাকলেও এই ডিভাইস ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে এসএমএসের মাধ্যমে তথ্য জানতে পারবেন কৃষকরা।
advertisement
আরও পড়ুন : জলের দরে মিলছে খাট, আলমারি, শোকেশ! কাঠের মেলা থেকে খালি হাতে ফিরছেন কেউ! কোথায় গেলে পাবেন এই অফার?
আন্তর্জাতিকস্তরের প্রতিযোগিতাতেও অয়নের তৈরি এই ডিভাইস স্থান পেয়েছে সেরা পাঁচে। তবে এই প্রথম নয়। এর আগেও তাঁর তৈরি সফটওয়্যার স্থান করে নিয়েছিল আন্তর্জাতিক স্তরে। যে সফটওয়্যারের মাধ্যমে কৃষকরা তাদের এলাকার আবহাওয়া সম্পর্কে আগাম জানতে পারবেন এবং সতর্ক হতে পারবেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন এবং সহজেই তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। অয়ন ঘোষ জানান,আমার দাদু কৃষক ছিলেন। ছোট থেকে দেখে আসছি চাষের ক্ষেত্রে অনেক সমস্যা। হঠাৎ মেঘ,বৃষ্টি ফলে অনেক সময় ফসল নষ্ট হয়ে যেত। সেই থেকেই মাথায় ছিল কিছু একটা বানাবো। আমি গত বছর একটি সফটওয়্যার বানিয়েছিলাম, যা আগাম আবহাওয়ার সর্তকতা দেবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে আমি একটি ডিভাইস বানিয়েছি যা কৃষকদের জমির মাটির অবস্থা সহ নানান আপডেট দেবে। এতে চাষিদের কৃষিকাজ আরও সাহায্য হবে। ছেলের এই সাফল্যে খুশি গোটা পরিবার। তাঁরা চান আগামীর যাতে এই ভাবেই এগিয়ে যায় অয়ন। অয়নের বাবা জানান, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলনা কিনে এনে সেইগুলিকে খুলে দেখতো কি আছে। আবার সেইগুলি নিজের মত করে ঠিক করত। বর্তমানে তাঁর তৈরি ডিভাইস চাষিদের উপকৃত করবে। ছেলের জন্য আমরা গর্বিত। অয়ন ঘোষের এই আবিষ্কার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে কৃষি ক্ষেত্রে আরও অগ্রগতি আনবে এবং কৃষকরা আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।