আরও পড়ুন: শিয়ালদহের মাতৃভূমি লোকালে বিরাট পরিবর্তন! শুধু মহিলারা নন, এবার উঠতে পারবেন পুরুষরাও
তড়িঘড়ি এলাকাবাসীরা খবর দেন বনবিভাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বরাবাজার রেঞ্জের সিন্দ্রি বীটের বনকর্মীরা। তারপর তারা প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যান। আপাতত প্যাঙ্গোলিনটিকে বনদফতরের নজরদারিতে রাখা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে নজরদারি রয়েছে বনবিভাগের।
advertisement
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা বিশ্বনাথ গড়াই জানান, তিনি এর আগে এমন প্রাণী কখনও দেখেননি। এই প্রথমবার তিনি প্যাঙ্গোলিন দেখলেন। পুলিশ ও বন বিভাগ এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।বিরলএই প্রাণীটিকে সচরাচর লোকালয় দেখা যায় না। ভারতীয় প্যাঙ্গোলিন স্থানীয় মানুষদের কাছে পিপীলিকাভুক, বজ্রকিট, বনরুই, সূর্যমুখী নামে পরিচিত। শান্ত এই বণ্যপ্রাণ মূলত উইপোকা খায়।
তবে আন্তর্জাতিক বাজারে চোরা কারবারিরা এই বন্যপ্রাণের আঁশ বিক্রি করে মোটা অংকের টাকা মুনাফা লাভ করে থাকে। এর জন্য দেশজুড়ে প্যাঙ্গোলিনের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। ফলে আইইউসিএন এটিকে বিপন্ন শ্রেণীতে রেখেছে। তবে দীর্ঘ কুড়ি বছর পর বিরল এই বন্য প্রাণীটিকে পুরুলিয়ার বরাবাজারে দেখতে পাওয়া যাওয়ার ফলে খুশি এলাকার মানুষদের পাশাপাশি বনবিভাগ।