এদিকে, পুজো দিয়ে বছর শুরু করতে তারাপীঠে ভক্তদের ঢল
। বাংলার নতুন বছরের প্রথম দিনে প্রতিবারই পুজো দিতে ভিড় জমান রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ৷ ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় মন্দির কমিটিকে৷ বছরের শুরুতে মায়ের কাছে প্রার্থনা-সারাটা বছর সুখে-শান্তিতে রেখো মা ৷ প্রতিবছরের মত এবারও দু’বার মায়ের ভোগ নিবেদন হবে। আজ শুক্রবার ভোর থেকেই দেখা গেল তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল। করোনা সংক্রমণের কারণে গত দু বছর সে ভাবে নববর্ষে তারাপীঠ মন্দিরে পুজোপাঠ হয়নি। তবে আজ শুক্রবার পুরনো ছন্দে দেখা গেল তারাপীঠ মন্দিরকে। বাংলা নববর্ষের প্রথম দিনে মা তারার পুজো দিয়ে অনেকে বছর শুরু করেন। সে জন্য পয়লা বৈশাখের দিন তারাপীঠে ভক্তদের ঢল নামে। ব্যবসায়ীরা হালখাতার জন্য নতুন খাতা মায়ের চরণে স্পর্শ করে পুজো দিতে ভিড় জমান। ভোরে মা তারাকে স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ও মঙ্গলারতি করা হয়। সকাল সাড়ে পাঁচটা থেকেই সকল ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: শিলিগুড়ি এসে প্রেম নাবালিকার, গোপনে উঠল ছবি, তারপর? সিকিমে রহস্যভেদ
অপরদিকে, বাংলা নববর্ষের দিন ভোর থেকে ভিড় উপচে পড়েছে তারকেশ্বর মন্দিরে। পূণ্যার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরা হালখাতা পুজো দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন। কোভিড পরিস্থিতির কারণে গত দু বছর বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। এইবছর পরিস্থিতি শিথিল হওয়ায় বাড়তি উন্মাদনা নিয়ে মন্দিরে ভিড় জমিয়েছেন মানুষ। ব্যাবসায়ীরা জানিয়েছে, গত দুবছর ধরে ব্যবসায় মন্দা। তাই এই বছর ভগবানের কাছে আর্জি, দ্রব্যমূল্য হ্রাস হোক। এতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই বাঁচবে। পুনরায় ব্যবসা ভালো হবে।
আরও পড়ুন: মমতার এক বৈঠকেই কাজ, বড় সিদ্ধান্ত নিলেন দেউচা পাচামির আন্দোলনকারীরা! খুলে গেল জট?
এদিকে, বাংলা নববর্ষের প্রথম দিনে সতীপীঠের অন্যতম পিঠ কঙ্কালীতলায় চোখে পড়ার মতো ভিড়। একদিকে হালখাতা ফেরানোর লম্বা লাইন, অন্যদিকে বছরটা যেন ভালো যায় সেই জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে কালী মন্দিরে পুজো দিতে। প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।