TRENDING:

North 24 Parganas News: আসবে গোছা গোছা টাকা, ফিরবে ইছামতির নাব্যতাও! এবার এক ঢিলে দুই পাখি মারতে অভিনব উদ্যোগ সরকারের

Last Updated:

সরকারি পরিকল্পনা অনুযায়ী ইছামতি নদীর নাব্যতা ফিরে আসার পাশাপাশি আসবে টাকাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নয়া পরিকল্পনায় ইছামতিতে বিনা খরচে ড্রেসিং, সরকারি কোষাগারে মিলবে অর্থ। ভারত-বাংলাদেশ সীমান্ত বসিরহাট স্বরূপনগর এলাকায় ঘেঁষে প্রবাহিত হয়েছে ইছামতি নদী। তবে এই ইছামতি নদীতে শুকনো মরশুমে তেমন জল থাকেনা। বর্ষা মরশুমে এই নদীই আবার দুই কূল ছাপিয়ে দুর্দশার কারণ হয়। বর্ষার জল ধারণ করার ক্ষমতা থাকেনা। সুষ্ঠু পরিচর্যার অভাবে নাব্যতা হারিয়েছে ইছামতি। যেখানে এক সময় বড় বড় নৌকা চলত, সেই নদী আজ হেঁটে পার হওয়া যায়। এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নদীর আজ খুবই করুণ দশা।
advertisement

নদী দেখলে যেন মনে হবে কোথাও নালার মত জল বইছে, আবার কোথাও হাঁটুজল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রবাহ ফেরাতে নদী খনন করা হোক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইছামতি নদী পরিদর্শনে করলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন বসিরহাটের ইছামতি সেতু থেকে স্পিড বোডে করে নদীপথে পরিদর্শন করলেন। এবার ইছামতি নদীর গড়ে তুলতে নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে প্রশাসন। অন্যান্য বছর নদী থেকে পাশে জমা করার ফলে বর্ষায় সেই পলিতে নদীতে জমে নদীর নাব্যতা হারাত। তবে পলি তুলতে এবার নতুন পদ্ধতি অবলম্বনে যেখানে নদী থেকে তোলার জন্য ইতিমধ্যে নদী পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: ছাদেই ফুটবে ডাগর ডাগর পদ্ম! শুধু করতে হবে কয়েকটি ছোট্ট কাজ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এবার সংশ্লিষ্ট এলাকা থেকে পলি তুলতে বরাত দেওয়া হবে কোন সংস্থাকে। ওই সংস্থা নদী থেকে পাবে পলি মাটি, এর জন্য ওই সংস্থাকে সরকারকে দিতে হবে অর্থ। এর ফলে একদিকে যেমন নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া সম্ভব হবে ঠিক অপরদিকে সরকারি কোষাগরে ঢুকবে অর্থও। উল্লেখ্য, ইছামতী নদীতে পলি মাটি জমে নদীর একদিকে নাব্যতা হারানোয় স্বরূপনগর, বসিরহাট, হাসনাবাদসহ একাধিক জায়গায় প্লাবিত হয় বন্যার সময়। সেই সমস্যাকে সমাধান করতে সরকারিভাবে টেন্ডার দেওয়া এমন পরিকল্পনা নিয়েছেন রাজ্য সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁদনা পরবে মাতল জঙ্গলমহল! ধামসা-মাদল বাজিয়ে গরু খুঁটা, দেখুন ঝলক
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আসবে গোছা গোছা টাকা, ফিরবে ইছামতির নাব্যতাও! এবার এক ঢিলে দুই পাখি মারতে অভিনব উদ্যোগ সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল