নদী দেখলে যেন মনে হবে কোথাও নালার মত জল বইছে, আবার কোথাও হাঁটুজল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রবাহ ফেরাতে নদী খনন করা হোক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইছামতি নদী পরিদর্শনে করলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন বসিরহাটের ইছামতি সেতু থেকে স্পিড বোডে করে নদীপথে পরিদর্শন করলেন। এবার ইছামতি নদীর গড়ে তুলতে নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে প্রশাসন। অন্যান্য বছর নদী থেকে পাশে জমা করার ফলে বর্ষায় সেই পলিতে নদীতে জমে নদীর নাব্যতা হারাত। তবে পলি তুলতে এবার নতুন পদ্ধতি অবলম্বনে যেখানে নদী থেকে তোলার জন্য ইতিমধ্যে নদী পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: ছাদেই ফুটবে ডাগর ডাগর পদ্ম! শুধু করতে হবে কয়েকটি ছোট্ট কাজ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার সংশ্লিষ্ট এলাকা থেকে পলি তুলতে বরাত দেওয়া হবে কোন সংস্থাকে। ওই সংস্থা নদী থেকে পাবে পলি মাটি, এর জন্য ওই সংস্থাকে সরকারকে দিতে হবে অর্থ। এর ফলে একদিকে যেমন নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া সম্ভব হবে ঠিক অপরদিকে সরকারি কোষাগরে ঢুকবে অর্থও। উল্লেখ্য, ইছামতী নদীতে পলি মাটি জমে নদীর একদিকে নাব্যতা হারানোয় স্বরূপনগর, বসিরহাট, হাসনাবাদসহ একাধিক জায়গায় প্লাবিত হয় বন্যার সময়। সেই সমস্যাকে সমাধান করতে সরকারিভাবে টেন্ডার দেওয়া এমন পরিকল্পনা নিয়েছেন রাজ্য সরকার।
জুলফিকার মোল্যা





