এই সময় গোয়াল ঘরেও চলে বিশেষ পুজো। গরুর শরীরে রঙিন ছাপ দেওয়া হয়। পুরুলিয়ার ঝালদা থানার মসিনা গ্রামেও গরু খুঁটা উৎসব পালিত হতে দেখা গেল। ভাল ফলন ও পরবর্তী সময়ে গরুর কতটা শক্তিবৃদ্ধি হয়েছে তা দেখার জন্যই গরু খুঁটা পালিত হয়।
advertisement
এ বিষয়ে কৃষকেরা বলেন, গরুকে তারা এই সময় পুজো করে থাকেন। তারপর গরুর কতখানি শক্তি বৃদ্ধি হয়েছে, আগামী দিনে চাষের ক্ষেত্রে সে কতখানি উপযোগী, তা দেখার জন্য গরু খুঁটা উৎসব পালিত হয়। এটা তাদের পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে। সারা বছর তারা এই উৎসবের অপেক্ষায় থাকেন।
বাঁদনা পরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গরু খুঁটা। মানুষ ভিড় করে এই উৎসব দেখেন। যার মাধ্যমে গরুর শক্তি প্রদর্শন হয়। বর্তমানে কৃষি কাজ হয় উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে। ক্ষেত বহালের জন্য এখন ব্যবহার হয় ট্রাক্টর। তবুও যে সমস্ত কৃষকেরা গরু ও কাড়ার উপর নির্ভরশীল তারা প্রতিবছর ধুমধামের করে এই উৎসব পালন করে থাকেন। উন্নত প্রযুক্তির ভিড়ে আজও ফিকে পড়ে যায়নি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসব।





