Bandna Parab: বাঁদনা পরবে মাতল জঙ্গলমহল! ধামসা-মাদল বাজিয়ে গরু খুঁটা, কেন পালিত হয় এই উৎসব জানেন? দেখুন ঝলক
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Bandna Parab: কালীপুজোর মিটতেই জঙ্গলমহল মেতে উঠল বাঁদনা পরবে। এই পরবের অন্যতম অংশ গরু খুঁটা উৎসব। তামিলনাড়ুর জাল্লিকাট্টু উৎসবের মতোই রাঢ় বাংলায় এই উৎসব পালিত হয়। কেন পালন করা হয়? কী এর বিশেষত্ব? জানুন
পুরুলিয়া, ঝালদা, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের লোক-উৎসবগুলির মধ্যে অন্যতম হল বাঁদনা পরব। মূলত কালীপুজোর পরেই শুরু হয় এই পরব। এই পরবের অন্যতম অংশ গরু খুঁটা। জেলার প্রায় প্রতিটি গ্রামেই ঢোল, ধামসা, মাদল বাজিয়ে গরুকে খুটোয় বেঁধে এই উৎসব পালিত হয়ে থাকে।অনেকটা তামিলনাড়ুর জাল্লিকাট্টু উৎসবের মতোই এই রাঢ় বাংলার গরু খুঁটা উৎসব।
এই সময় গোয়াল ঘরেও চলে বিশেষ পুজো। গরুর শরীরে রঙিন ছাপ দেওয়া হয়। পুরুলিয়ার ঝালদা থানার মসিনা গ্রামেও গরু খুঁটা উৎসব পালিত হতে দেখা গেল। ভাল ফলন ও পরবর্তী সময়ে গরুর কতটা শক্তিবৃদ্ধি হয়েছে তা দেখার জন্যই গরু খুঁটা পালিত হয়।
আরও পড়ুনঃ গরু-মানুষের অসম লড়াই! জঙ্গলমহলের ‘গরুখুঁটা’ হার মানাবে জাল্লিকাট্টু অথবা স্পেনের বুল ফাইটকে! কী এর ইতিহাস? জানুন আসল কাহিনি
এ বিষয়ে কৃষকেরা বলেন, গরুকে তারা এই সময় পুজো করে থাকেন। তারপর গরুর কতখানি শক্তি বৃদ্ধি হয়েছে, আগামী দিনে চাষের ক্ষেত্রে সে কতখানি উপযোগী, তা দেখার জন্য গরু খুঁটা উৎসব পালিত হয়। এটা তাদের পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে। সারা বছর তারা এই উৎসবের অপেক্ষায় থাকেন।
advertisement
advertisement
বাঁদনা পরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গরু খুঁটা। মানুষ ভিড় করে এই উৎসব দেখেন। যার মাধ্যমে গরুর শক্তি প্রদর্শন হয়। বর্তমানে কৃষি কাজ হয় উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে। ক্ষেত বহালের জন্য এখন ব্যবহার হয় ট্রাক্টর। তবুও যে সমস্ত কৃষকেরা গরু ও কাড়ার উপর নির্ভরশীল তারা প্রতিবছর ধুমধামের করে এই উৎসব পালন করে থাকেন। উন্নত প্রযুক্তির ভিড়ে আজও ফিকে পড়ে যায়নি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
October 26, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bandna Parab: বাঁদনা পরবে মাতল জঙ্গলমহল! ধামসা-মাদল বাজিয়ে গরু খুঁটা, কেন পালিত হয় এই উৎসব জানেন? দেখুন ঝলক
