Lotus in RoofTop Garden: ছাদেই ফুটবে ডাগর ডাগর পদ্ম! শুধু করতে হবে কয়েকটি ছোট্ট কাজ

Last Updated:

ছাদবাগানে ভাল মানের পদ্ম পেতে মেনে চলতে হবে কিছু পরামর্শ

+
পদ্ম

পদ্ম

উত্তর ২৪ পরগনা: শীতের শেষ এবং বসন্ত তথা গরমের শুরুর আগেই মার্চের এই সময় ছাদ বাগান কিংবা বাড়ির উঠান যারা রঙিন ফুলে সাজিয়ে তুলতে চান তাদের জন্য উপযুক্ত সময় পদ্ম তৈরির জন্য প্রস্তুতি নেওয়া। বাড়িতে লাল, সাদা, গোলাপি রঙ বাহারি পদ্মে সেজে উঠলে কার না ভাল লাগে। পদ্মের আধো আধো গন্ধে অন্তর যেন একেবারে শুদ্ধ হয়ে যায়। মনে হয়, আহাঃ এমন পদ্মের সংগ্রহ যদি আমারও থাকত! তবে এবার পদ্ম চাষ আরও সহজ। খুব অনায়াসে পদ্মের চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে। সুন্দর শান্ত মনোরম পরিবেশের যেমন সৃষ্টি হবে তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য। পদ্মের টিউবার বসানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা জানালেন বসিরহাটের সাহানুর নার্সারির উদ্যোক্তা রুহুল আমিন।
টব কিংবা গামলায় পদ্মের প্রচুর জলের প্রয়োজন নেই। বাড়িতে মাঝারি থেকে বড় আকারের গামলাতেই পদ্ম গাছ করা সম্ভব। সেই পদ্ম গাছের পাতা যেমন আকর্ষণীয় আর সেই সঙ্গে ফুল ফুটলে তো কথায় নেই। আপনার বাগানে সবার নজর কাড়বে এই গাছ। বাড়িতে ছাদ বাগানে কিংবা বাড়ির ছোট আঙিনায় পদ্ম ফুটিয়ে তুলতে প্রথমে একটি মাঝারি থেকে বড় গামলা নিন। গামলা আকৃতির বড় মাটির টবও নিতে পারেন। সেক্ষেত্রে সিমেন্ট দিয়ে টবের গর্ত বুজিয়ে নিতে হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর পুকুর বা আশেপাশের ডোবা থেকে পাক কাদা মাটি নিয়ে গামলার নিচে বেশ কিছুটা পূর্ণ করে নিতে হবে। এবার পদ্মের টিউবার বসানোর আসল কাজ। মাটির ওপরে টিউবার পুঁতে দিতে হবে এবং পাশ থেকে মাটি দিয়ে চেপে দিতে হবে। এবার ধীরে ধীরে জল ভরতে হবে। টিউবার বাসনার প্রথম ২-৩ দিন আংশিক রোদে রাখতে হবে। তবে তারপর থেকে রোজ অন্তত ৬-৭ ঘণ্টা সরাসরি কড়া রোদ লাগে, এমন জায়গায় গামলাটি রাখলে ভাল ফুল পাওয়া যাবে। এরপর ধৈর্য্যের পালা, গাছ বড় হয়ে ফুল আসতে ২-৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lotus in RoofTop Garden: ছাদেই ফুটবে ডাগর ডাগর পদ্ম! শুধু করতে হবে কয়েকটি ছোট্ট কাজ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement