কাশ্মীর কাশ্মীর ছোঁয়া, কলকাতার পাশেই থাকা এই বিলে এবার অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক! জোর জল্পনা

Last Updated:
এবার অ্যাকোয়াটিক বায়ো ডাইভারসিটি পার্ক হিসেবে গড়ে উঠবে বর্তির বিল! সূত্র মারফত এমনই চিন্তাভাবনা রয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের বলে জানা যাচ্ছে।
1/6
তবে কি এবার অ্যাকোয়াটিক বায়ো ডাইভারসিটি পার্ক হিসেবে গড়ে উঠবে বর্তির বিল! সুত্র মারফত এমনই চিন্তাভাবনা রয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের বলে জানা যাচ্ছে
তবে কি এবার অ্যাকোয়াটিক বায়ো ডাইভারসিটি পার্ক হিসেবে গড়ে উঠবে বর্তির বিল! সূত্র মারফত এমনই চিন্তাভাবনা রয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের বলে জানা যাচ্ছে।
advertisement
2/6
ব্যস্ততায় ঘেরা জীবনে হাতে একটু সময় নিয়ে টুক করে ঘুরে আসার ঠিকানা হিসেবে, বা প্রি ওয়েডিং ফটোশুটের ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বর্তির বিল
ব্যস্ততায় ঘেরা জীবনে হাতে একটু সময় নিয়ে টুক করে ঘুরে আসার ঠিকানা হিসেবে বা প্রি ওয়েডিং ফটোশুটের ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বর্তির বিল।
advertisement
3/6
লকডাউন পরবর্তী সময় থেকে, এবারও শীতের মৌরসুমে পরিযায়ী পাখিদের দেখা মিলেছে এই বিলে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। বসন্তকালেও পরিযায়ী পাখিদের দেখা যাচ্ছে বর্তির বিলে খাদ্যের খোঁজে
লকডাউন পরবর্তী সময় থেকে, এবারও শীতের মরশুমে পরিযায়ী পাখিদের দেখা মিলেছে এই বিলে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। বসন্তকালেও পরিযায়ী পাখিদের দেখা যাচ্ছে বর্তির বিলে খাদ্যের খোঁজে।
advertisement
4/6
রুবিথ্রোট, ব্লু-থ্রোট, পাইড হ্যারিয়ার, সাইট্রিন ওয়াগটেল, ইউরেশিয়ান হুপো, বান্টিংস সহ আরও নানা ধরনের প্রজাতির পাখি
রুবিথ্রোট, ব্লু-থ্রোট, পাইড হ্যারিয়ার, সাইট্রিন ওয়াগটেল, ইউরেশিয়ান হুপো, বান্টিংস সহ আরও নানা ধরনের প্রজাতির পাখি।
advertisement
5/6
এখানেই শেষ নয়, বসন্তকালীন কপারস্মিথ বারবেট, ব্লু-থ্রোটেড বারবেট, লাইনটেড বারবেট সহ অলিভ ব্ল্যাকড পিপিট সহ নানা প্রজাতির পাখিও
এখানেই শেষ নয়, বসন্তকালীন কপারস্মিথ বারবেট, ব্লু-থ্রোটেড বারবেট, লাইনটেড বারবেট সহ অলিভ ব্ল্যাকড পিপিট সহ নানা প্রজাতির পাখিও।
advertisement
6/6
বেরাবেড়িয়া ও তারাবেড়িয়া পঞ্চায়েতের মাঝে অবস্থিত কমবেশি সাড়ে চারশো একর বিস্তীর্ণ এই জলাভূমিতে পাওয়া যায় একাধিক প্রজাতির মাছও, তাই বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করতে বর্তিল বিলকে ‘অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক’ তৈরির ভাবনা চিন্তা করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে
বেরাবেড়িয়া ও তারাবেড়িয়া পঞ্চায়েতের মাঝে অবস্থিত কমবেশি সাড়ে ৪০০ একর বিস্তীর্ণ এই জলাভূমিতে পাওয়া যায় একাধিক প্রজাতির মাছও, তাই বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করতে বর্তির বিলকে ‘অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক’ তৈরির ভাবনা চিন্তা করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে।
advertisement
advertisement
advertisement