Dumper Fire: একী দৃশ্য! অন্ধকারের বুক চিরে গিলতে আসছে আগুন! দাউদাউ করে জ্বলছে ডাম্পার, জঙ্গলমহলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড 

Last Updated:

Fire in Dumper: বাঁকুড়ার জঙ্গলমহলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। চারিদিকে চিৎকার আর আতঙ্কিত পশু, পাখির আওয়াজ। শনিবার রাত ১১টা নাগাদ রাইপুর-মটগোদা রাস্তার মধ্যবর্তী এলাকায় পেট্রোল পাম্পের কাছে একটি চলন্ত ডাম্পারে আচমকাই আগুন লেগে যায়।

দাউদাউ করে জ্বলছে ডাম্পার
দাউদাউ করে জ্বলছে ডাম্পার
রাইপুর, বাঁকুড়া , নীলাঞ্জন বন্দোপাধ্যায়: ঘড়ির কাঁটায় তখন রাত এগারোটা। রাতের অন্ধকারে যেন উঠেছে সূর্য। অন্ধকারের বুক চিরে গ্রাস করছে আগুনের লেলিহান শিখা। লাল আগুন রাতের অন্ধকারে ছড়াল আতঙ্ক। বাঁকুড়ার জঙ্গলমহলে ভয়ঙ্কর আগুন। চারিদিকে চিৎকার আর আতঙ্কিত পশু, পাখির আওয়াজ। ভয়াবহ আগুন, তাও আবার পেট্রোল পাম্পের কাছেই। ভয়ানক ঘটনা ঘটে যেতে পারত অল্প সময়ের মধ্যেই।
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক ভালই জনবহুল। দিনের বেলা মানুষের ভিড় থাকে তবে রাতের বেলা ফাঁকা। যাতায়াত করে ভারি পণ্যবাহী গাড়ি। হঠাৎ করে চারিদিক আলোকিত হয়ে গেল। তা লক্ষ্য করেন দু’একজন মানুষ। তারপর বিষয়টি স্পষ্ট হয়, হঠাৎ আগুন লাগল একটি চলন্ত ডাম্পারে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ রাইপুর-মটগোদা রাস্তার মধ্যবর্তী এলাকায় রাইপুরের বেঘুয়াশোল পেট্রোল পাম্পের কাছে।
advertisement
advertisement
আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী
আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী
advertisement
মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ মুঠোফোন বের করে ভিডিও করতে শুরু করেন। এর মধ্যেই খবর পৌঁছে যায় দমকলের কাছে। রাত গড়াতে শুরু করে। প্রত্যক্ষদর্শী এক দোকানের মালিক দেবুনাথ মোদক জানান, ‘১১টা নাগাদ সাইকেল নিয়ে যাচ্ছিলাম। চারিদিকে আলো দেখে অবাক হয়ে যাই। আশেপাশের তাপমাত্রাও বেড়ে গিয়েছিল। ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকলের ইঞ্জিন। বড় বিপদ থেকে বাঁচলাম’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় কোন বিপদ হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, ডাম্পারটি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। হঠাৎই ইঞ্জিনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাইপুর থানার পুলিশ এবং দমকল বিভাগ। দমকলের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।‌ ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dumper Fire: একী দৃশ্য! অন্ধকারের বুক চিরে গিলতে আসছে আগুন! দাউদাউ করে জ্বলছে ডাম্পার, জঙ্গলমহলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড 
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement