ফ্রিজে রাখা ডিম কতদিনের মধ্যে খাওয়া উচিত? ডিমের ‘এক্সপায়ারি ডেট’ পেরিয়ে গেলে কী হয়…? জানলে চমকাবেন
২৪ ঘণ্টা ‘ফ্রিজ’ চলছে? না জেনেই ডাকছেন বিপদ…! সপ্তাহে ক’বার, কতক্ষণ বন্ধ রাখা উচিত?
এ বছর ‘অস্বাভাবিক’ বর্ষা! কেন জানেন? গরমকাল শেষ না হতেই চমক…কবে বর্ষা আসছে বাংলায়? জানিয়ে দিল IMD
advertisement
একদিকে দিঘায় সেজে উঠছে জগন্নাথ মন্দির। অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির প্রাচীন জগন্নাথ দেবের মাসির বাড়িতে এবার নয়া উদ্যোগ। ১৮ লক্ষ টাকা ব্যয়ে মাসির বাড়িতে তৈরি করা হচ্ছে অতিথি শালা। অতিথি শালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী শুরু হয়েছে নির্মাণ কার্য। কয়েকশো বছরের পুরানো মহিষাদল রাজবাড়ির শতাব্দী প্রাচীন রথযাত্রাকে কেন্দ্র করে বরাবরই জেলার মানুষের উদ্দীপনা ছিল তুঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু দূর-দূরান্ত থেকে মহিষাদল রাজবাড়ি, রথ ও মাসির বাড়ি দেখতে পর্যটকরা ভিড় জমান বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশের পর্যটকেরা মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখতে আসছেন।
কিন্তু নানা সময় পর্যটকদের থাকার জায়গা নিয়ে চিন্তায় পড়তে হত। এবার আর সেই চিন্তা নয়! মহিষাদল রাজবাড়ির জগন্নাথ দেবের মাসির বাড়িতেই নতুন উদ্যোগ। ১৮ লক্ষে জগন্নাথের মাসির বাড়িতে এবার গেস্টহাউস বা অতিথি শালা। এ বিষয়ে মহিষাদলের বিধায়কতিলক চক্রবর্তী জানিয়েছেন, “মাসির বাড়িতে বহু পারিবারিক আচার অনুষ্ঠানে এই অতিথি শালা কাজে দেবে। ওপরের রুমগুলি পারিবারিক অনুষ্ঠানে ব্যবহারের পাশাপাশি পর্যটকরাও থাকতে পারবেন।” জানা গেছে, এই অতিথি শালার নীচ তলায় থাকবে হলঘর। যেখানে বিশেষ বিশেষ দিনে ভোগ প্রসাদ খাওয়ানোর পাশাপাশি পারিবারিক অনুষ্ঠানে ব্যবহার করা যাবে ওই ঘরটি।
দোতালায় থাকবে বেশ কয়েকটি রুম। পর্যটকরা চাইলে সেই রুম বুকিং করে থাকতে পারবেন। রাজকীয় আমেজ উপভোগ করতে পারবেন রুম থেকে। প্রাথমিকভাবে মাসি বাড়ি পরিচালন কমিটির তরফ থেকে ১৮ লক্ষ টাকা খরচ হিসেবে ধরা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপনের পরেই জোর কদমে শুরু হয়েছে অতিথি শালা নির্মাণের কাজ। রথের আগে এই অতিথি শালা নির্মাণ কার্য শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৈকত শী