এখানে দেবীর নিত্যপুজো হয়। দুপুরে ভাজা, তরকারি ও মাছ-সহ অন্নভোগ হয়। অন্নভোগে মাছ থাকা বাধ্যতামূলক। কালী পুজোর দিন রাতভর দেবীর আরাধনা হয়। পুজো শেষে ছাগলও বলি দেওয়া হয়। বহু ভক্ত এখানে মানত করেন। তাঁদের দাবি, এখানে দেবী অত্যন্ত জাগ্রত। মানত করলে তা পূরণ হয়।
আরও পড়ুন : নৈহাটি-বারাসত নয়! কয়েকশো বছরের প্রাচীন একাধিক কালীপুজো দেখতে আসুন এই বিশেষ জায়গায়
advertisement
বিভিন্ন স্থানে, এই সতীপীঠকে বাংলার অন্যতম আদি তীর্থক্ষেত্রে রূপে বর্ণনা করা হয়েছে। তবে কালীপুজোর দিনে একাধিক নিয়ম মেনে পুজো প্রচলন হবে। দেওয়া হবে একাধিক ভোগ। পাশাপাশি পুজো দিতে আসেন বহু দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষজন। যে যা মনস্কামনা নিয়ে আসে তার মনস্কামনা পূরণ হয় বলে কথিত আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Temple: অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী