TRENDING:

Kali Temple: অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী

Last Updated:

Kali Temple:এখানে দেবীর নিত্যপুজো হয়। দুপুরে ভাজা, তরকারি ও মাছ-সহ অন্নভোগ হয়। অন্নভোগে মাছ থাকা বাধ্যতামূলক। কালীপুজোর দিন রাতভর দেবীর আরাধনা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবগ্রাম, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ । ইতিহাস সাক্ষী করে মুর্শিদাবাদ বয়ে চলেছে একাধিক ইতিহাসের সম্পদ। মুর্শিদাবাদ জেলাতে আছে আদি কিরীটেশ্বরী মন্দির। যা বিমলা রূপে পূজিত হন। মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামে অবস্থিত এই আদি কিরীটেশ্বরী বিমলা মন্দির ।
advertisement

এখানে দেবীর নিত্যপুজো হয়। দুপুরে ভাজা, তরকারি ও মাছ-সহ অন্নভোগ হয়। অন্নভোগে মাছ থাকা বাধ্যতামূলক। কালী পুজোর দিন রাতভর দেবীর আরাধনা হয়। পুজো শেষে ছাগলও বলি দেওয়া হয়। বহু ভক্ত এখানে মানত করেন। তাঁদের দাবি, এখানে দেবী অত্যন্ত জাগ্রত। মানত করলে তা পূরণ হয়।

আরও পড়ুন : নৈহাটি-বারাসত নয়! কয়েকশো বছরের প্রাচীন একাধিক কালীপুজো দেখতে আসুন এই বিশেষ জায়গায়

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কীর্তিচাঁদ রায়ের জয়ের প্রতীক, বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য ও প্রতিশোধের গৌরবগাথা
আরও দেখুন

বিভিন্ন স্থানে, এই সতীপীঠকে বাংলার অন্যতম আদি তীর্থক্ষেত্রে রূপে বর্ণনা করা হয়েছে। তবে কালীপুজোর দিনে একাধিক নিয়ম মেনে পুজো প্রচলন হবে। দেওয়া হবে একাধিক ভোগ। পাশাপাশি পুজো দিতে আসেন বহু দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষজন। যে যা মনস্কামনা নিয়ে আসে তার মনস্কামনা পূরণ হয় বলে কথিত আছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Temple: অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল