TRENDING:

Toto Driver: চরম দারিদ্র্যের মাঝেও সততার নজির! ১ লক্ষ ৭০ হাজার টাকার সোনার ব্রেসলেট পেয়ে যা করলেন টোটোচালক...!

Last Updated:

রাস্তার উপর থেকে একটি সোনার ব্রেসলেট কুড়িয়ে পেয়ে বিষয়টি অন্যান্য টোটোচালকদের জানান তিনি। এমনকি সে বিষয়ে কোনও দুর্বলতা যাতে না হয় তাই জন্য অন্য এক টোটচালক সহকর্মীর কাছে দিয়ে রাখেন কুড়িয়ে পাওয়া অলঙ্কারটি। তার পর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: আবারও নদিয়ার শান্তিপুরে সততার সেরা নিদর্শন টোটোচালকের, আনুমানিক প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা দামের হারিয়ে যাওয়া সোনার অলংকার ফেরালেন প্রকৃত মালিকের হাতে। অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং মন ভাল করা খবর শান্তিপুর সুত্রাগড় তাঁত কাপড়ের হাটের সামনে। সেখানকার টোটোচালক  রমেশ সরকার বসবাস করেন ১০ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর স্ট্রিটে। সংসারের খরচ জোগান সামান্য এই টোটো চালিয়ে।
সোনার ব্রেসলেটটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছেন টোটো চালক
সোনার ব্রেসলেটটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছেন টোটো চালক
advertisement

আরও পড়ুন– ‘3 Idiots’-এর ‘চতুর রামলিঙ্গম’কে মনে আছে? এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?

তার কথা অনুযায়ী, গত বৃহস্পতিবার তিনি এই এলাকাতেই রাস্তার উপর থেকে একটি সোনার ব্রেসলেট কুড়িয়ে পান, বিষয়টি অন্যান্য টোটোচালকদের জানান এমনকি সে বিষয়ে কোনও দুর্বলতা যাতে না হয় তাই জন্য অন্য এক টোটোচালক সহকর্মীর কাছে দিয়ে রাখেন  কুড়িয়ে পাওয়া ঐ অলঙ্কারটি।  অন্যান্য টোটো চালক সবাই প্রতীক্ষায় ছিলেন  হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধানে, তারা বিশ্বাস করতেন নিশ্চয়ই মিলবে।

advertisement

রবিবার বেলা ১২ টা নাগাদ সকলেই যখন হাট থেকে বাড়ি ফিরছিলেন তখন শান্তিপুর ভদ্রকালীর বাসিন্দা পেশায় তাঁত শাড়ি কাপড়ের বিক্রেতা সৌমিত্র কুণ্ডু স্থানীয় দু একটি দোকানে হারিয়ে যাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, যা শোনেন টোটো চালকরা। উপযুক্ত প্রমাণ দিয়ে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় সোনার ব্রেসলেটটি।

এ প্রসঙ্গে ওই ব্রেসলেটের মালিক সৌমিত্র কুণ্ডু নিজেই জানান,আনুমানিক প্রায় ১৭ গ্রাম যার বাজারদর প্রায় ১ লক্ষ ৬০-৭০ হাজার টাকা।  বর্তমান বাজারে তা ফেরত পেয়ে তিনি খুবই খুশি এবং আবেগ আপ্লুত হয়ে বলেন অনেক সময় সমাজের নানা বিষয় নিয়ে আমরা কটুক্তি করে থাকি তবে সকলেই যে খারাপ নয় তার প্রমাণ মিলল আবারও। তাঁর কোথায়, “ওই ব্যক্তি যথেষ্ট অভাবী, তিনি বিষয়টি প্রকাশ না করলে আমি কেন হয়তো অনেকের ক্ষেত্রেই জানা সম্ভব হত না। তবে নিজের দাদার মতো পাশে থাকার চেষ্টা করব।”

advertisement

সমস্ত অন্যান্য টোটোচালকরাও কোনওরকম উপহার দিতে রাজি হননি তবে সকল টোটোচালকের সঙ্গে একসঙ্গে পিকনিকের একটি কথা হয়েছে প্রাথমিকভাবে। টোটোচালক রমেশ সরকার বলেন এর আগেও মোবাইল সোনার আংটি পেয়েছিলেন কিন্তু ফিরিয়ে দেওয়ার স্বাদই আলাদা। প্রত্যেকেরই কষ্ট অর্জিত অর্থ! তাই একবারের জন্যও মনে হয়নি নিজের কাছে রেখে দেওয়া উচিত। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর এবং হাট মালিক বিভাস ঘোষ জানান, টোটোচালক থেকে শুরু করে মজদুর ভাই এমনকি আশেপাশের দোকানদার সকলেই এই সততা নিয়ে চলেন তাই আজ এশিয়ার সর্ববৃহৎ তাঁত শাড়ির হাট শান্তিপুরে যথেষ্ট সুনামের সঙ্গে চলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Driver: চরম দারিদ্র্যের মাঝেও সততার নজির! ১ লক্ষ ৭০ হাজার টাকার সোনার ব্রেসলেট পেয়ে যা করলেন টোটোচালক...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল